Harare Sports Club: ক্রিকেটের নন্দন কানন-কেও পিছনে ফেলেছে হারারে স্পোর্টস ক্লাব

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 15, 2022 | 7:00 AM

জাকারান্দা গাছ দিয়ে ঘেরা এবং সুসজ্জিত প্যাভিলিয়ন সমৃদ্ধ হারারে স্পোর্টস ক্লাব শহরের প্রাণকেন্দ্র। একদিকে প্রেসিডেন্টের প্যালেস, অন্যদিকে মর্যাদাপূর্ণ রয়্যাল হারারে গলফ ক্লাব। এই ভেনুতেই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

1 / 4
জাকারান্দা গাছ দিয়ে ঘেরা এবং সুসজ্জিত প্যাভিলিয়ন সমৃদ্ধ হারারে স্পোর্টস ক্লাব শহরের প্রাণকেন্দ্র। একদিকে প্রেসিডেন্টের প্যালেস, অন্যদিকে মর্যাদাপূর্ণ রয়্যাল হারারে গলফ ক্লাব। এই ভেনুতেই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।(ছবি:টুইটার)

জাকারান্দা গাছ দিয়ে ঘেরা এবং সুসজ্জিত প্যাভিলিয়ন সমৃদ্ধ হারারে স্পোর্টস ক্লাব শহরের প্রাণকেন্দ্র। একদিকে প্রেসিডেন্টের প্যালেস, অন্যদিকে মর্যাদাপূর্ণ রয়্যাল হারারে গলফ ক্লাব। এই ভেনুতেই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।(ছবি:টুইটার)

2 / 4
১৯৯০ সালে স্থাপিত হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ১৯৯২ সাল থেকে ক্রিকেট ম্যাচের আয়োজন করছেন। এখনও পর্যন্ত এই মাঠে আয়োজিত ওয়ান ডে ম্যাচের সংখ্যা ১৬০টি। ৩৯টি টেস্ট ম্যাচ, ৩২টি টি-২০। সর্বাধিক ওয়ান ডে ম্যাচ আয়োজনের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্টেডিয়াম। (ছবি:টুইটার)

১৯৯০ সালে স্থাপিত হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ১৯৯২ সাল থেকে ক্রিকেট ম্যাচের আয়োজন করছেন। এখনও পর্যন্ত এই মাঠে আয়োজিত ওয়ান ডে ম্যাচের সংখ্যা ১৬০টি। ৩৯টি টেস্ট ম্যাচ, ৩২টি টি-২০। সর্বাধিক ওয়ান ডে ম্যাচ আয়োজনের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্টেডিয়াম। (ছবি:টুইটার)

3 / 4
১৯৮২ সাল পর্যন্ত এই স্টেডিয়ামের সেলিসব্যুরি স্পোর্টস ক্লাব নামে পরিচিত ছিল। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের নিজস্ব মাঠ এটি। আসন সংখ্যা দশ হাজারের মতো। (ছবি:টুইটার)

১৯৮২ সাল পর্যন্ত এই স্টেডিয়ামের সেলিসব্যুরি স্পোর্টস ক্লাব নামে পরিচিত ছিল। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের নিজস্ব মাঠ এটি। আসন সংখ্যা দশ হাজারের মতো। (ছবি:টুইটার)

4 / 4
হারারে-তে খেলা ২১টি ওডিআইয়ের মধ্যে ১৬টিতে জয় ও পাঁচটিতে হেরেছে ভারত। চারটি টেস্ট এবং সাতটি টি-২০ খেলার অভিজ্ঞতাও রয়েছে।(ছবি:টুইটার)

হারারে-তে খেলা ২১টি ওডিআইয়ের মধ্যে ১৬টিতে জয় ও পাঁচটিতে হেরেছে ভারত। চারটি টেস্ট এবং সাতটি টি-২০ খেলার অভিজ্ঞতাও রয়েছে।(ছবি:টুইটার)

Next Photo Gallery