Kapil Dev: ফিরে দেখা… ‘৮৩’-র বিশ্বকাপের সেদিনের স্মরণীয় কপিলের অতিমানবিক ১৭৫ নট আউট ইনিংস
১৯৮৩ সালটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের দিক থেকে বিশেষ। কারণ, শুধু ভারতের (India) প্রথম বিশ্বকাপ (World Cup) জয় নয়, ১৯৮৩ সালের বিশ্বকাপ সাক্ষীও ছিল কপিল দেবের (Kapil Dev) অপরাজিত ১৭৫ রানের ইনিংসেরও। বিশ্বকাপের মঞ্চে ঝড় রীতিমতো তুলেছিলেন কপিল।
Most Read Stories