১৯৮৩ সালটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের দিক থেকে বিশেষ। কারণ, শুধু ভারতের (India) প্রথম বিশ্বকাপ (World Cup) জয় নয়, ১৯৮৩ সালের বিশ্বকাপ সাক্ষীও ছিল কপিল দেবের (Kapil Dev) অপরাজিত ১৭৫ রানের ইনিংসেরও। বিশ্বকাপের মঞ্চে ঝড় রীতিমতো তুলেছিলেন কপিল।
ইংল্যান্ডের টানব্রিজ ওয়েলস স্টেডিয়ামের নেভিল গ্রাউন্ডে ১৮ জুন, ১৯৮৩ সালে ১৩৮ বলে ১৭৫ রানের অতিমানবিক একটি অপরাজিত ইনিংস খেলেন ভারত অধিনায়ক কপিল দেব। (ছবি-টুইটার)
1 / 5
৯ রানের মাথায় ভারতের চার উইকেট পড়ে যাওয়ার পর মাঠে নামেন কপিল দেব। ১৭৫ নট আউট ইনিংস গড়ার পথে কপিল দেবের ব্যাট থেকে এসেছিল ১৬টি চার ও ৬টি ছয়। (ছবি-টুইটার)
2 / 5
কপিলের এই অতিমানবীয় ১৭৫* ইনিংসের সময় বিশ্ব ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অত রান আর কেউ করেননি। (ছবি-টুইটার)
3 / 5
বিশ্বকাপের মঞ্চে সেদিন ভারতের প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে। বিশ্বকাপের ইতিহাসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৫০-র বেশি রান করার নজির গড়েছিলেন কপিল দেব। (ছবি-টুইটার)
4 / 5
কপিল দেবের ওই রেকর্ড গড়া ইনিংসের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ম্যাচে শেষ অবধি টিম ইন্ডিয়া ৩১ রানে জিতেছিল। এবং ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন কপিল দেব। (ছবি-টুইটার)