Bangla NewsPhoto gallery On this day in 2007: Yuvraj Singh slammed 6 sixes off Stuart Broad in an Over
On This Day in 2007: যুবির ৬ ছক্কার নজির
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে (2007 t-20 World Cup) আজকের দিনেই ৬ ছক্কার নজির গড়েছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ৬টা ছয় মেরেছিলেন যুবি। ঠিক তার আগেই অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন যুবরাজ। তার পরেই ছয় ছক্কা হাঁকিয়ে মোক্ষম জবাব। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান। ১২ বলে হাফসেঞ্চুরিও করেন যুবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এখনও রেকর্ড।