Bollywood Controversy: ‘মনের এই ইচ্ছে পূরণ করতে গেলে চাড্ডি বানিয়ান বিক্রি হয়ে যাবে’, কোন প্রসঙ্গে বলে বসলেন শাহরুখ!
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 28, 2022 | 8:49 PM
Bollywood Gossip: শাহরুখ-সলমন ও আমির খান, বলেউডের এই স্টারকে নিয়ে ছবি করতে কেই বা না চায়। তবে তিন খানকে এক ছবিতে দেখা না যাওয়ার অন্যতম কারণ যাই হোক না কেন বাজেটটাও একটি বড় সমস্যা হতে পারে।
1 / 5
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।
2 / 5
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।
3 / 5
তবে ব্রহ্মাস্ত্র ছবি থেকে শুরু করে পাঠান ঘিরে শাহরুখ ভক্তদের উত্তেজনা দেখে আর বিলম্ব করল না চ্যানেল কর্তৃপক্ষ। এবার শাহরুখ খানের ছবি জাওয়ানের স্যাটেলাইট স্বত্ত্ব কিনে ফেলল জি টিভি।
4 / 5
আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।
5 / 5
নিউমরোলজি অনুযায়ী এই নামের সংখ্যা ৩৭। এই সংখ্যা সলমন খানের জন্য বিশেষ লাকি। সেই কারণেই ছবির নাম বদল করার সম্ভাবনার কথাই বলছেন জ্যোতিষবিদ। এখানেই শেষ নয়, কারণ হিসেবে ছবির ব্যবসাকেই দেখিয়েছেন তিনি।