Bangla News » Photo gallery » Oppo Pad 2 launched with amazing features, check price and specifications
Oppo Pad 2: পাওয়ারফুল ফিচার দিয়ে ট্যাবলেট লঞ্চ করল Oppo, চোখধাঁধানো স্পেসিফিকেশন
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Updated on: Mar 22, 2023 | 1:48 PM
Oppo Pad 2 Price: Oppo Pad 2 ট্যাবটিতে একটি 11.61-ইঞ্চি LCD স্ক্রিন এবং 144Hz-এর রিফ্রেশ রেট রয়েছে। Oppo Pad 2-এ 67W সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্টও রয়েছে।
Mar 22, 2023 | 1:48 PM
Oppo তাদের নতুন ট্যাবলেট Oppo Pad 2 লঞ্চ করেছে। এই ট্যাবলেটটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। Oppo Pad 2-এ MediaTek Dimensity 9000 প্রসেসর এবং 12 GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে।
1 / 8
Oppo Pad 2 ট্যাবটিতে একটি 11.61-ইঞ্চি LCD স্ক্রিন এবং 144Hz-এর রিফ্রেশ রেট রয়েছে। Oppo Pad 2-এ 67W সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্টও রয়েছে। ট্যাবলেটটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর এবং 12 জিবি পর্যন্ত LPDDR5 RAM রয়েছে।
2 / 8
Oppo Pad 2-এর দাম: ট্যাবলেটটি ফেদার গোল্ড এবং নেবুলা গ্রে কালার অপশনে পেশ করা হয়েছে। Oppo Pad 2 তিনটি স্টোরেজ অপশনে বাজারে এসেছে। এর 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম CNY 2,999 (প্রায় 36,100 টাকা)।
3 / 8
12GB + 256GB স্টোরেজ মডেলের দাম CNY 3,399 (ভারতীয় মুদ্রায় যা প্রায় 40,900 টাকা) এবং 12GB + 512GB স্টোরেজের দাম রাখা হয়েছে CNY 993 (ভারতীয় মুদ্রায় যা প্রায় 48,200 টাকা)। এটি ভারতে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কোনও তথ্য দেয়নি কোম্পানি।
4 / 8
Oppo প্যাড 2-এর ফিচার ও স্পেসিফিকেশন: Oppo Pad 2-এ রয়েছে 11.61-ইঞ্চি 2.8K LCD স্ক্রিন, যা 1800 x 2880 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ আসে। ট্যাবটির পিক্সেল 296 পিপিআই এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 500 নিট।
5 / 8
ট্যাবলেটটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর এবং 12 জিবি পর্যন্ত LPDDR5 RAM রয়েছে। ট্যাবলেটে 512 GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পাওয়া যায়, যা বাড়ানো যাবে না। এর সঙ্গে Android 13 ভিত্তিক ColorOS পাওয়া যাচ্ছে।
6 / 8
Oppo Pad 2 এর ক্যামেরা এবং ব্যাটারি: Oppo Pad 2-এর পিছনের ক্যামেরাটি 80-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং f/2.2 অ্যাপারচার লেন্স সহ একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা সহ আসে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও রয়েছে।
7 / 8
ব্যাটারির প্রসঙ্গে বললে, Oppo Pad 2 এ রয়েছে 9510mAh ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট। ট্যাবে কানেকশনের জন্য, Wi-Fi 6, Bluetooth 5.3 এবং একটি USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।