TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 02, 2022 | 7:53 AM
তিনি স্টারকিড। তবে সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়নি তাঁর। কথা হচ্ছে অভিনেত্রী পলক তিওয়ারির।
মা শ্বেতা তিওয়ারি বলিপাড়ায় বেশ পরিচিত মুখ। তবে মেয়েকে একা হাতে মানুষ করতে কম পরিশ্রম করতে হয়নি তাঁকে।
খুব অল্প বয়সে বিয়ে করেন শ্বেতা। খুব অল্প বয়সে মা হন। স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। কিছু বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পর থেকে একা হাতেই মেয়েকে মানুষ করেন শ্বেতা।
মায়ের মতো মেয়েরও ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। সেই ইচ্ছে ক্রমশ পূরণ হওয়ার পথে। ইতিমধ্যেই 'বিজলি বিজলি' নেচে ট্রেন্ডিং পলক। বলিপাড়ায় তিনি এখন নতুন সেনসেশন।
সম্প্রতি শাড়িতে তিনি টেক্কা দিয়েছেন বলিউডের তামাম স্টারকিডদেরও। নেটিজেনদের একাংশের মতে পলকই এখন বলিপাড়ার নতুন দেশি গার্ল।