হেইট স্টোরি, টলিউড তথা বলিউড অভিনেত্রী পাওলি দাম বরাবরই ছকভাঙা চরিত্রে কাজ করতে পছন্দ করেন। যে কোনও দিক থেকেই চরিত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে সক্ষম।
তবে পাওলি তাঁর চরিত্রকে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করতে পছন্দ করেন না। সুমিত রাঘবনের সঙ্গে এক সাক্ষাৎকারে পাওলি জানিয়েছিলেন চরিত্র যদি আকর্ষণীয় হয়, তবে তিনি তা গ্রহণ করে থাকেন।
বোল্ড দৃশ্যে অভিনয় করা নিয়ে আলাদা কোনও কিন্তু পাওলি দামের মধ্যে কাজ করে না। অভিনেত্রী হিসেবে নিজের সেরাটাই তিনি বার বার দিতে চেয়েছেন। তাঁর কথায় তিনি বেশ স্বাচ্ছন্দ বোধ করেন বোল্ড দৃশ্যে অভিনয় করতে।
তবে এই ধরনের দৃশ্যে কাজ করতে গেলে যে কম্ফোর্ট জ়োনটা প্রয়োজন, স্বস্তিটা প্রয়োজন, তা সর্বত্র মেলে না। হেইট স্টোরির ক্ষেত্রে ঘটেছিল উল্টোটাই। সকলেই বেশ পরিবারের মতোই হয়ে উঠেছিল সেটে।
পাওলি জানান, তিনি উল্টে ছবির অভিনেতাকে গাইড করতেন এই বিষয়। সংলাপ যেমনই হোক না কেন তা নিয়েও খুব একটা দ্বিধা বোধ করেন না পাওলি, যদি চরিত্রে দাপট বর্তমান থাকে।
বলিউডে প্রথম কাজের প্রস্তাব পেয়েও তিনি সেই চরিত্রটিকেই পরোক্ষ করেছিলেন। এরবাইরে আর কিছুই নয়। বোল্ড দৃশ্যে অভিনয় নিয়ে কোনওদিনই সেভাবে মনে কিন্তু বোধ ছিল না তাঁর বলেই স্পষ্ট জানিয়েছিলেন পাওলি।