Benefits of Papaya: বাড়িতে পেঁপেকে কাজে লাগানোর এই উপায়গুলি জেনে নিন, এতে আপনার ত্বক আর চুলের স্বাস্থ্য ভাল থাকবে…

ত্বক আর চুলের স্বাস্থ্যের জন্য পেঁপের ভূমিকা মারাত্নক। বিশ্বাস হচ্ছে না? নিজের পদ্ধতিগুলি জেনে নিন আর নিজের ত্বক আর চুলের যত্ন নিন...

| Edited By: | Updated on: Sep 29, 2021 | 2:39 PM
একটি পাত্রে চার টেবিলচামচ পেঁপে চটকে নিয়ে নিন। এর মধ্যে দুই টেবিল চামচ ইয়োগার্ট যোগ করুন। দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে অ্যাপ্লাই করুন। একটা শাওয়ার ক্যাপ পরে অন্তত আধ ঘণ্টা মিশ্রণটি চুলে রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

একটি পাত্রে চার টেবিলচামচ পেঁপে চটকে নিয়ে নিন। এর মধ্যে দুই টেবিল চামচ ইয়োগার্ট যোগ করুন। দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে অ্যাপ্লাই করুন। একটা শাওয়ার ক্যাপ পরে অন্তত আধ ঘণ্টা মিশ্রণটি চুলে রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

1 / 6
পেঁপে চটকে দুই টেবিলচামচ নিন। সঙ্গে একটা পাকা কলা চটকে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। অন্ত ৪৫ মিনিট রাখতেই গবে। এরপর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুলে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

পেঁপে চটকে দুই টেবিলচামচ নিন। সঙ্গে একটা পাকা কলা চটকে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। অন্ত ৪৫ মিনিট রাখতেই গবে। এরপর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুলে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

2 / 6
পেঁপের সঙ্গে কলা এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই মিশ্রণ গলা এবং হাতে অ্যাপ্লাই করুন। মিনিট ২০ পরে শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে ত্বক টানটান থাকবে।

পেঁপের সঙ্গে কলা এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই মিশ্রণ গলা এবং হাতে অ্যাপ্লাই করুন। মিনিট ২০ পরে শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে ত্বক টানটান থাকবে।

3 / 6
পেঁপের সঙ্গে কলা এবং লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুতে হবে। এতে ত্বক উজ্জ্বল হবে, ত্বকে কোনও দাগ, ছোপ থাকলে তা কমবে।

পেঁপের সঙ্গে কলা এবং লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুতে হবে। এতে ত্বক উজ্জ্বল হবে, ত্বকে কোনও দাগ, ছোপ থাকলে তা কমবে।

4 / 6
যাঁদের ত্বকে সান ট্যান তৈরি হয়েছে, তাঁরা পাকা পেঁপের সঙ্গে টোম্যাটো মিক্সিতে পেস্ট করে নিন। এই মিশ্রণ মুখে, গলায়, ঘাড়ে, শরীরের খোলা অংশে লাগালে কালো ভাব দূর হবে।

যাঁদের ত্বকে সান ট্যান তৈরি হয়েছে, তাঁরা পাকা পেঁপের সঙ্গে টোম্যাটো মিক্সিতে পেস্ট করে নিন। এই মিশ্রণ মুখে, গলায়, ঘাড়ে, শরীরের খোলা অংশে লাগালে কালো ভাব দূর হবে।

5 / 6
পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার থাকে। যার ফলে পেঁপে আমাদের হজমে সাহায্য করে। এছাড়া পেঁপের মধ্যে একটা বিশেষ জলীয় অংশ থাকে। এর কারণে আমাদের পেট বেশ ঠাণ্ডা থাকে।

পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার থাকে। যার ফলে পেঁপে আমাদের হজমে সাহায্য করে। এছাড়া পেঁপের মধ্যে একটা বিশেষ জলীয় অংশ থাকে। এর কারণে আমাদের পেট বেশ ঠাণ্ডা থাকে।

6 / 6
Follow Us: