Payal-Sangram Wedding: হাইওয়েতে আলাপ হওয়া কুস্তীগিরের গলাতেই মালা পরালেন পায়েল, রইল বিয়ের অ্যালবাম
Payal-Sangram Wedding: আর পাঁচটা প্রেমের মতো তাঁদের প্রেম নয়। এই প্রেমের গল্প শুরু হাইওয়ে থেকে। শুরু বলা হয়তো ঠিক নয়। তবে আলাপ সেখান থেকেই। সেই প্রেমই এবার পেল পরিণতি। বিয়ে করলেন পায়েল রোহতগি ও সংগ্রাম সিং। পায়েল পেশায় অভিনেতা। অন্যদিকে সংগ্রাম পরিচিত কুস্তীগির। রইল তাঁদের বিয়ের অ্যালবাম।
Most Read Stories