নয়া দিল্লি: আজ মঙ্গলবার অপরিবর্তিত রইল পেট্রোল-ডিজেলের দাম। গতকাল লিটার প্রতি ১৫ পয়সা কমে ছিল পেট্রোল-ডিজেলে। কিন্ত এ দিন আর দামে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি জ্বালানি তেলে। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০১.১৯ টাকা। ডিজেলের দাম ৮৮.৬২ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে দাঁড়িয়েছে ১০১.৬২ টাকা ও ৯১.৭১ টাকা। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। পেট্রোল-ডিজেলেও তার সঙ্গে বাড়লেও কেন্দ্র ও রাজ্যের মাত্রারিক্ত করে একশোর নীচে পেট্রোলের দর নামেনি। তবে অগষ্ট মাস থেকেই এই দুই জ্বালানির দাম কম হয়েছে। প্রসঙ্গত অগষ্ট মাসের প্রথম দুই সপ্তাহে অপরিশোধিত তেলে (Brent Crude Price) দারুণ মূল্যহ্রাস দেখা গিয়েছিল। কিন্ত এখন আবারও এর দাম বাড়ার দিকে। শেষ কেনাবেচার সেশনে ব্রেন্ট ক্রুড অয়েল ০.৮০ শতাংশ বেড়ে ৭২.০৩ ডলার প্রতি ব্যারেলে বন্ধ হয়েছিল।