Snowfall: শীতকালে ইউরোপের কোন কোন দেশে বরফ পড়তে দেখা যায়? এক নজরে দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 17, 2022 | 11:05 AM

ভ্রমণপিপাসুদের জন্য শীতের সময়টা অনেক প্রিয়। কেউ কেউ শীতের সময় বরফ পড়ার দৃশ্য দেখতে ভীষণ পছন্দ করেন। এবার জেনে নিন শীতে বরফ দেখতে ইউরোপের যেসব শহর ভ্রমণে যেতে পারেন।

1 / 6
জুরিখ: বরফ দেখতে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। জুরিক শহরের বাড়ির ছাদ, স্কুল, দোকানপাট সব যে শীতকালে ঢেকে যায় সাদা নরম বরফে।

জুরিখ: বরফ দেখতে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। জুরিক শহরের বাড়ির ছাদ, স্কুল, দোকানপাট সব যে শীতকালে ঢেকে যায় সাদা নরম বরফে।

2 / 6
প্রাগ: চার্লস সেতুর উপরে দাঁড়িয়ে এই শহরটি দেখলে দিনের যে কোনো সময়েই প্রাগের প্রেমে পড়া যায়। তবে শীতের প্রাগের সৌন্দর্য যেন আলাদাই।

প্রাগ: চার্লস সেতুর উপরে দাঁড়িয়ে এই শহরটি দেখলে দিনের যে কোনো সময়েই প্রাগের প্রেমে পড়া যায়। তবে শীতের প্রাগের সৌন্দর্য যেন আলাদাই।

3 / 6
হেলসিঙ্কি: ইউরোপে বরফ দেখার জন্য ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কিও গন্তব্য হিসেবে বেশ ভাল। বল্টিক সাগরের ধারের এই শহর সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত।

হেলসিঙ্কি: ইউরোপে বরফ দেখার জন্য ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কিও গন্তব্য হিসেবে বেশ ভাল। বল্টিক সাগরের ধারের এই শহর সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত।

4 / 6
আমস্ট্যারডম: ছোট ছোট জলাশয়ে সাজানো এই শহর সারা বছরই সুন্দর। টলটলে নীল জলে ভরা নালা দিয়ে চলে লাল নৌকা। আশপাশের রঙিন বাড়িগুলোর ছায়াও পড়ে আবার সেই জলে।

আমস্ট্যারডম: ছোট ছোট জলাশয়ে সাজানো এই শহর সারা বছরই সুন্দর। টলটলে নীল জলে ভরা নালা দিয়ে চলে লাল নৌকা। আশপাশের রঙিন বাড়িগুলোর ছায়াও পড়ে আবার সেই জলে।

5 / 6
প্যারিস: প্রেমের শহর বলে পরিচিত ফ্রান্সের এই রাজধানী শহর। আইফেল টাওয়ার দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন সেখানে বছরের বিভিন্ন সময়ে।

প্যারিস: প্রেমের শহর বলে পরিচিত ফ্রান্সের এই রাজধানী শহর। আইফেল টাওয়ার দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন সেখানে বছরের বিভিন্ন সময়ে।

6 / 6
লন্ডন: ডিসেম্বর পড়লে লন্ডনের বাসিন্দারা প্রস্তুত থাকেন যে কোনও দিন ঘুম থেকে উঠে দেখবেন, চারপাশ হঠাৎ সাদা তুলোর মতো বরফে ঢেকে গিয়েছে।

লন্ডন: ডিসেম্বর পড়লে লন্ডনের বাসিন্দারা প্রস্তুত থাকেন যে কোনও দিন ঘুম থেকে উঠে দেখবেন, চারপাশ হঠাৎ সাদা তুলোর মতো বরফে ঢেকে গিয়েছে।

Next Photo Gallery