দেখুন ছবিতে; বাচ্চাদের সঙ্গে অমূল্য সময় কাটান, ঘুরে আসুন এই ৭টি জায়গা থেকে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 20, 2021 | 4:41 PM

করোনাকালে বাড়িতে থেকে বাচ্চারা বোর হয়ে গিয়েছে। এই সময় সতর্কতা মেনে তাদের বাইরে বেড়াতে নিয়ে গেলে আনন্দ পাবে ছোট্ট প্রাণ। সেই ফাঁকে আপনাদেরও মন ভাল হবে। দেশেই আছে এমন কিছু জায়গা, যেখানে বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। দেখে নিন ছবিতে।

1 / 7
কাশ্মীর (জম্মু ও কাশ্মীর)—বাচ্চাদের জন্য হাউজ বোট, ঘোড় সাওয়ার, স্কিয়িং, গল্ফিং, ট্রেকিংয়ের ব্যবস্থা আছে।

কাশ্মীর (জম্মু ও কাশ্মীর)—বাচ্চাদের জন্য হাউজ বোট, ঘোড় সাওয়ার, স্কিয়িং, গল্ফিং, ট্রেকিংয়ের ব্যবস্থা আছে।

2 / 7
পুরী (ওড়িশা)—জগন্নাথ দেবের মন্দির থেকে চিলকা হ্রদে পাখি দেখা-সবেরই মজা আছে পুরীতে। পুরীর সমুদ্র তো আছেই।

পুরী (ওড়িশা)—জগন্নাথ দেবের মন্দির থেকে চিলকা হ্রদে পাখি দেখা-সবেরই মজা আছে পুরীতে। পুরীর সমুদ্র তো আছেই।

3 / 7
ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)—অজন্তা-ইলোরার গুহা, স্বর্ণপুরের ক্যাম্প, গুয়াতালায় ওয়াইল্ড লাইফ টুর, সালিম আলি লেকে পাখি দেখার অনুমতি পাবেন।

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)—অজন্তা-ইলোরার গুহা, স্বর্ণপুরের ক্যাম্প, গুয়াতালায় ওয়াইল্ড লাইফ টুর, সালিম আলি লেকে পাখি দেখার অনুমতি পাবেন।

4 / 7
গ্রেট রান অফ কাচ (গুজরাত)—উটের পিঠে রাইড, শিল্প, ভূজে সাইট-সিয়িং, সুস্বাদু কিছু স্থানীয় খাবারের স্বাদ বাচ্চাদের ভাল লাগবে।

গ্রেট রান অফ কাচ (গুজরাত)—উটের পিঠে রাইড, শিল্প, ভূজে সাইট-সিয়িং, সুস্বাদু কিছু স্থানীয় খাবারের স্বাদ বাচ্চাদের ভাল লাগবে।

5 / 7
হাম্পি (কর্ণাটক)—দারোজি স্লথ বিয়ার অভয়ারণ্যে টুর, রক ক্লাইম্বিং, হাম্পির ঝর্ণা, হাম্পি হেরিটেজ গ্যালারিতে ছবির প্রদর্শণ; আনন্দের সঙ্গে বাচ্চাকে করবে শিক্ষাদান।

হাম্পি (কর্ণাটক)—দারোজি স্লথ বিয়ার অভয়ারণ্যে টুর, রক ক্লাইম্বিং, হাম্পির ঝর্ণা, হাম্পি হেরিটেজ গ্যালারিতে ছবির প্রদর্শণ; আনন্দের সঙ্গে বাচ্চাকে করবে শিক্ষাদান।

6 / 7
আন্দামান—মিউজিয়াম ঘুরিয়ে দেখান বাচ্চাকে। নিয়ে যান সেলুলার জেলে। ইতিহাসকে চিনতে শেখান তাঁদের। সঙ্গে আছে ওয়াটার স্পোর্টসের হাতছানিও।

আন্দামান—মিউজিয়াম ঘুরিয়ে দেখান বাচ্চাকে। নিয়ে যান সেলুলার জেলে। ইতিহাসকে চিনতে শেখান তাঁদের। সঙ্গে আছে ওয়াটার স্পোর্টসের হাতছানিও।

7 / 7
মুন্নার (কেরল)—চা বাগানে ভ্রমণ, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, চন্দন ভ্যালি ঘুরে দেখা ও মুন্নারের পাহাড়ি রাস্তায় সাইকেল রাইড, বাচ্চার সঙ্গে অমূল্য় সময় কাটান।

মুন্নার (কেরল)—চা বাগানে ভ্রমণ, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, চন্দন ভ্যালি ঘুরে দেখা ও মুন্নারের পাহাড়ি রাস্তায় সাইকেল রাইড, বাচ্চার সঙ্গে অমূল্য় সময় কাটান।

Next Photo Gallery