Spiti Valley: হিমালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে চান? একবার হলেও ঘুরে আসুন হিমাচলের এই উপত্যকা থেকে
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 02, 2021 | 2:57 PM
ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় লাহুল ও স্পিতি। হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র এই স্পিতি। চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত এই স্পিতি উপত্যকার সৌন্দর্য্য সারা জীবনের অভিজ্ঞতা তৈরি করে। ছবির দৃশ্যের থেকে সুন্দর এই উপত্যকার প্রাকৃতিক দৃশ্য। “লিটল তিব্বত” এবং “তুষার মরুভূমি” নামে পরিচিত এই হিমালয় উপত্যকাটি আর্কিটেক্টের একটি প্রাণবন্ত এবং ইন্দ্রিয়গ্রাহ্য শিল্পকর্ম। মানসিক শান্তি খুঁজে পেতে গেলে অনাহাসে চলে যেতে পারেন এই উপত্যকায়।
1 / 6
চন্দ্রতাল লেক: পাহাড় বেষ্টিত হিমালয়ের মাঝে শান্ত, শীতল, স্বচ্ছ নীল জলের হ্রদ! স্পিতি উপত্যকার অন্যতম সেরা দর্শনীয় স্থান এই চন্দ্রতাল লেক। এখানে আপনি ট্রেকিং ও ক্যাম্পিংও করতে পারেন।
2 / 6
পিন ভ্যালি ন্যাশানাল পার্ক: স্পিতি ভ্যালি বেড়াতে যাবেন আর পিন ভ্যালি জাতীয় উদ্যানে এক রাত কাটাবেন না তা তো হয় না? ৬৭৫ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানটি। এত কম তাপমাত্রায় আপনি এখানে এমন কিছু পশু পাখির দেখা পেতে পারেন, যার বেশির ভাগের হয়তো নাম জানেন না। তবে এখানে সহজেই দেখা পাওয়া যায় স্নো লিওপার্ড, স্নোকক, সাইবেরিয়ান আইবেক্সের মত বন্যপশুর।
3 / 6
কী মনেস্ট্রি: স্পিতি ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও রয়েছে এখানের প্রাচীন এই বৌদ্ধ মঠ। পাহাড়ের ওপর হিমাবহ এবং হিমালয় দ্বারা পরিবেষ্টিত কী মনেস্ট্রি। যদি আপনি ইতিহাস জানতে ইচ্ছুক হন, তাহলে এই মঠে অবশ্যই ঘুরে আসবেন।
4 / 6
কিব্বের: ৪২৭০ মিটার উঁচুতে অবস্থিত কিব্বের। এটি স্পিতি ভ্যালিতে অবস্থিত একটি গ্রাম। এটি পৃথিবীর মোটোরেবল গ্রাম গুলির মধ্যে একটি, যেখানে আপনি বাইক নিয়ে পৌঁছে যেতে পারেন। তবে হিমালয় দ্বারা বেষ্টিত এই গ্রামে শহুরে কোলাহল থেকে বেশি পাখির ডাক শুনতে পাবেন। এছাড়াও এখানে ক্যাম্পিং, ট্রেকিং করতে পারেন।
5 / 6
কুঞ্জম পাস: আপনি কি অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন? তাহলে অবশ্যই ঘুরে আসুন এই শ্বাসরুদ্ধকর কুঞ্জম পাস পাস থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০৬০ ফুট উচ্চতায় অবস্থিত কুঞ্জম পাস পাস ভারতের সর্বোচ্চ মোটরচালিত পাসগুলির মধ্যে অন্যতম।
6 / 6
তাবো মনেস্ট্রি: স্পিতি ভ্যালির সাইটসিনে কোনও মতেই বাদ দেবেন না তাবো মঠকে। তাবো মঠে ৯টি মন্দির, বোধিসত্ত্বের স্টাকো ভাস্কর্য, অপূর্ব প্রাচীর চিত্রকলা এবং স্তূপ রয়েছে। যারা শান্ত পরিবেশ এবং কৌতূহলজনক ইতিহাস খুঁজছেন তাদের জন্য এই মঠটি আদর্শ একটি ভ্রমণ স্থান।