Road Trips in India: রোড ট্রিপের শখ? বাইক নয়, ক্যারাভান হোক আপনার পথের সঙ্গী

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 31, 2022 | 7:45 PM

Caravan Tourism: রোড ট্রিপ ভালবাসেন আবার বাড়ির কমফর্টও মিস করতে চান না? একটা ক্যারাভান ভাড়া করে বেরিয়ে আসেন এই জায়গাগুলি থেকে।

1 / 6
রোড ট্রিপ ভালবাসেন আবার বাড়ির কমফর্টও মিস করতে চান না? একটা ক্যারাভান ভাড়া করে বেরিয়ে আসেন এই জায়গাগুলি থেকে। যেখানে যেমন ইচ্ছা রাত কাটাতে পারবেন। উপরন্ত গন্তব্যে পৌঁছে আর দরকার পড়বে না হোটেল বুক করারও।

রোড ট্রিপ ভালবাসেন আবার বাড়ির কমফর্টও মিস করতে চান না? একটা ক্যারাভান ভাড়া করে বেরিয়ে আসেন এই জায়গাগুলি থেকে। যেখানে যেমন ইচ্ছা রাত কাটাতে পারবেন। উপরন্ত গন্তব্যে পৌঁছে আর দরকার পড়বে না হোটেল বুক করারও।

2 / 6
মুম্বই-গোয়া: পাহাড়ে ঘুরতে যেতে যদি মন না চায়, তাহলে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের উপকূলবর্তী অঞ্চলে থেকে। আর এমনটা করতে ক্যারাভান নিয়ে পাড়ি জমাতে হবে মুম্বাই থেকে গোয়া পর্যন্ত। মুম্বইয়ের সীমানা ছাড়িয়ে এন এইচ ১৭ ধরে যত এগোবেন, মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ। সেই সঙ্গে রোড ট্রিপের আনন্দ তো উপরি পাওনা।

মুম্বই-গোয়া: পাহাড়ে ঘুরতে যেতে যদি মন না চায়, তাহলে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের উপকূলবর্তী অঞ্চলে থেকে। আর এমনটা করতে ক্যারাভান নিয়ে পাড়ি জমাতে হবে মুম্বাই থেকে গোয়া পর্যন্ত। মুম্বইয়ের সীমানা ছাড়িয়ে এন এইচ ১৭ ধরে যত এগোবেন, মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ। সেই সঙ্গে রোড ট্রিপের আনন্দ তো উপরি পাওনা।

3 / 6
কলকাতা থেকে শিলং- এক রাজ্য থেকে অন্য রাজ্যে পারি দেওয়ার মজাটাই আলাদা। কলকাতা থেকে শিলং যাওয়ার রাস্তায় আপনি সেই মজাটাই পাবেন। রাস্তায় পড়বে উত্তরবঙ্গও। চাইলে ক্যারাভান দাঁড় করিয়ে দু' দিন কাটিয়ে নিতে পারেন।

কলকাতা থেকে শিলং- এক রাজ্য থেকে অন্য রাজ্যে পারি দেওয়ার মজাটাই আলাদা। কলকাতা থেকে শিলং যাওয়ার রাস্তায় আপনি সেই মজাটাই পাবেন। রাস্তায় পড়বে উত্তরবঙ্গও। চাইলে ক্যারাভান দাঁড় করিয়ে দু' দিন কাটিয়ে নিতে পারেন।

4 / 6
শিলং থেকে মাওলিননং- মেঘালয় প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। শিলং থেকে মাওলিননং যাওয়ার পথে আপনি মেঘালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে পারেন। এই মাওলিননং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। আর এখানেই রয়েছে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নদী দাওকি।

শিলং থেকে মাওলিননং- মেঘালয় প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। শিলং থেকে মাওলিননং যাওয়ার পথে আপনি মেঘালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে পারেন। এই মাওলিননং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। আর এখানেই রয়েছে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নদী দাওকি।

5 / 6
ব্যাঙ্গালুরু থেকে হাম্পি- ইতিহাস এখনও জীবন্ত হাম্পিতে, হাম্পির ভাস্কর্য আপনাকে এর প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। অনেকেই কাজের সূত্রে ব্যাঙ্গালুরুতে একা থাকেন। সেই ক্ষেত্রে উইকেন্ডে ব্যাঙ্গালুরু থেকে ক্যারাভান বুক করে ঘুরে আসতে পারেন হাম্পি।

ব্যাঙ্গালুরু থেকে হাম্পি- ইতিহাস এখনও জীবন্ত হাম্পিতে, হাম্পির ভাস্কর্য আপনাকে এর প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। অনেকেই কাজের সূত্রে ব্যাঙ্গালুরুতে একা থাকেন। সেই ক্ষেত্রে উইকেন্ডে ব্যাঙ্গালুরু থেকে ক্যারাভান বুক করে ঘুরে আসতে পারেন হাম্পি।

6 / 6
চেন্নাই থেকে পুদুচেরি- পুদুচেরি ভারতের অন্যতম রঙিন বিচ। এখানে আপনি ফরাসি উপনিবেশের ছোঁয়া পাবেন। গরমে যদি সমুদ্র সৈকতের ধারে উইকেন্ড কাটাতে চান, তাহলে চেন্নাই থেকে বুক করে নিন একটা ক্যারাভান। তারপর রওনা দিন পুদুচেরির উদ্দেশ্যে। এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে আপনার।

চেন্নাই থেকে পুদুচেরি- পুদুচেরি ভারতের অন্যতম রঙিন বিচ। এখানে আপনি ফরাসি উপনিবেশের ছোঁয়া পাবেন। গরমে যদি সমুদ্র সৈকতের ধারে উইকেন্ড কাটাতে চান, তাহলে চেন্নাই থেকে বুক করে নিন একটা ক্যারাভান। তারপর রওনা দিন পুদুচেরির উদ্দেশ্যে। এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে আপনার।

Next Photo Gallery