নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন দুর্দান্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ বলে ৪২ রানের দুর্ধর্ষ ইনিংস এখনও অনেকে ভুলতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা। তাঁর দিকে নজর থাকবে ফ্যানদের।
পাকিস্তানের সবথেকে বড় শক্তি তাদের বোলিং লাইনআপ। পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর পিছনে স্পিনার শাদাব খানের বড় ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড ম্যাচে স্পিনের জাদুতে বাজিমাত করতে পারেন শাদাব।
এই বিশ্বকাপে বিশেষ দাগ কাটতে পারেননি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। সেমি ফাইনাল থেকে হিটম্যানের ফর্ম যদি ফিরে আসে তা ভারতের জন্য বাড়তি সম্ভাবনা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের অলরাউন্ডারের সংখ্যা অনেক। সেক্ষেত্রে ক্যাপ্টেন জস বাটলার বাড়তি বোলিং অপশন পাবেন। বাটলারের ফর্ম নিয়ে ব্রিটিশদের প্রত্যশা রয়েছে। কারণ বড় ম্যাচে বাটলারের রান পাওয়ার রেকর্ড রয়েছে।
নিঃসন্দেহে সূর্যকুমার যাদবের দিকে বাড়তি নজর থাকবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। জিম্বাবোয়ের বিরুদ্ধে সূর্যের অলরাউন্ড পারফর্ম্যান্স ক্রিকেট ফ্যানদের মন কেড়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে সূর্যের তেজ তীব্র হোক, এটাই চাইছেন ফ্যানরা।