PM Narendra Modi: মোছালেন দুর্গতদের চোখের জল, বিপর্যস্ত ওয়েনাড ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী, কী অবস্থা সেখানে, দেখুন
ঈপ্সা চ্যাটার্জী |
Aug 10, 2024 | 5:21 PM
PM Modi in Wayanad: এনডিআরএফের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ৫২০ জনকে নিরাপদ জায়গায় উদ্ধার করে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে ১১২টি দেহ উদ্ধার হয়েছে।
1 / 11
বিপর্যস্ত ওয়েনাড। ভয়াবহ ভূমিধসে ধুয়েমুছে গিয়েছে গ্রামের পর গ্রাম। বিপর্যস্ত সেই ওয়েনাড পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2 / 11
আজ, শনিবার তিনি পায়ে হেঁটে ও আকাশপথে ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
3 / 11
ধসে বিপর্যস্ত এলাকা পায়ে হেঁটে দেখেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে।
4 / 11
গত ৩০ জুলাইয়ের রাতে ভয়াবহ ধস নামে ওয়েনাডে। মুন্দাক্কি, চুরালমালা, ভেল্লারিমালা গ্রাম সম্পূর্ণ ধুয়ে মুছে যায়। এই ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০-রও বেশি মানুষের। আহত শতাধিক। এখনও প্রায় ২০০-রও বেশি বাসিন্দার খোঁজ মেলেনি।
5 / 11
প্রায় ১২০০-রও বেশি এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সিভিল ডিফেন্সের কর্মীরা মিলে দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন।
6 / 11
বিপর্যয়স্থলে উপস্থিত রয়েছে ১০০-রও বেশি অ্যাম্বুল্যান্স। চিকিৎসক ও মেডিক্যাল স্টাফরাও সর্বক্ষণ উপস্থিত রয়েছেন চিকিৎসা ও সাহায্যের জন্য।
7 / 11
ধ্বংসস্তূপে পরিণত ওয়েনাডে দ্রুত উদ্ধারকাজের জন্য ভারতীয় সেনাবাহিনী মাত্র ৭১ ঘণ্টার মধ্যে ১৯০ ফুটের বেইলি ব্রিজ তৈরি করেছে। এই ব্রিজ তৈরি হওয়ায় বিপর্যয়স্থলে সহজেই ভারী যন্ত্রপাতি ও মেশিন পৌঁছে যেতে পারছে।
8 / 11
এনডিআরএফের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ৫২০ জনকে নিরাপদ জায়গায় উদ্ধার করে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে ১১২টি দেহ উদ্ধার হয়েছে।
9 / 11
কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইন্টার-মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম তৈরি করা হয়েছে। গত ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল তারা এলাকা পরিদর্শন করে দেখেন।
10 / 11
চলতি বছরে কেন্দ্রীয় সরকার কেরলের এসডিআরএফ-কে ৩৯৫ কোটি টাকা দিয়েছে। ৩১ জুলাই-ই এসডিআরএফ-কে প্রথম কিস্তিতে ১৪৫.৬০ কোটি টাকা দেওয়া হয়।
11 / 11
বিগত ৫ বছরে মোদী সরকারের তরফে মোট ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।