অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে কেবল দেশ নয়, গোটা বিশ্ব। সোমবার দুপুরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার, ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুটা রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে বিমানবন্দরের বাইরের কাঠামো। আর ভিতরে রয়েছে রামায়ণের ছোঁয়া।
অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে রামায়ণের শ্রষ্ঠার নামে, মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর।
অযোধ্যা বিমানবন্দরের ভিতরেও রয়েছে রামায়ণের ছোঁয়া। টার্মিনাল থেকে লাউঞ্জের দেওয়ালে সুন্দর ছবি ও কারুকাজের নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে রামচন্দ্রের জীবনবৃত্তান্ত।
আপাতত ৬,২৫০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত অযোধ্যা বিমানবন্দরের ঝাঁ চকচকে লাউঞ্জে একসঙ্গে ৫০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। এছাড়া একসঙ্গে চারটি বিমান পার্কিংয়ের সুবিধা রয়েছে।
বিমানবন্দরটি আরও বড় করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। যেখানে একসঙ্গে ৩,২০০ যাত্রীর ধারণক্ষমতা সম্ভব এবং রানওয়েতে একসঙ্গে ৮টি বিমান পার্কিং করা যাবে।
উদ্বোধনের অপেক্ষায় অযোধ্যা বিমানবন্দর।