Poco X3 GT: ভারতে লঞ্চ হবে না পোকো এক্স৩ জিটি ৫জি স্মার্টফোন, কিন্তু কেন?

ভারতীয় ইউজারদের জন্য দুঃসংবাদ দিয়েছেন পোকো কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের পোকো এক্স৩ জিটি মডেল ভারতে লঞ্চ হবে না।

| Edited By: | Updated on: Jul 30, 2021 | 7:53 AM
ভারতীয় ইউজারদের জন্য দুঃসংবাদ দিয়েছেন পোকো কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের পোকো এক্স৩ জিটি মডেল ভারতে লঞ্চ হবে না। পোকো- র ভারতীয় ডিরেক্টর অনুজ শর্মা সম্প্রতি এই ঘোষণা করেছে। টুইটারে তিনি সবিস্তারে জানিয়েছেন যে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন পোকো কর্তৃপক্ষ।

ভারতীয় ইউজারদের জন্য দুঃসংবাদ দিয়েছেন পোকো কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের পোকো এক্স৩ জিটি মডেল ভারতে লঞ্চ হবে না। পোকো- র ভারতীয় ডিরেক্টর অনুজ শর্মা সম্প্রতি এই ঘোষণা করেছে। টুইটারে তিনি সবিস্তারে জানিয়েছেন যে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন পোকো কর্তৃপক্ষ।

1 / 7
অনুজ জানিয়েছেন, ভারতের স্মার্টফোনের বাজারে ব্যবসা বাড়াতে চায় পোকো। সেই নিয়ে অনেক পরিকল্পনাও রয়েছে সংস্থার। কিন্তু পোকো এক্স৩ জিটি তার অংশ হবে না। উল্লেখ্য, মালয়েশিয়া এবং ভিয়েতনামে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে পোকোর এই ফোন।

অনুজ জানিয়েছেন, ভারতের স্মার্টফোনের বাজারে ব্যবসা বাড়াতে চায় পোকো। সেই নিয়ে অনেক পরিকল্পনাও রয়েছে সংস্থার। কিন্তু পোকো এক্স৩ জিটি তার অংশ হবে না। উল্লেখ্য, মালয়েশিয়া এবং ভিয়েতনামে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে পোকোর এই ফোন।

2 / 7
পোকো এক্স৩ জিটি আসলে রেডমি নোট ১০ প্রো ৫জি ফোনের রিব্র্যান্ডেড মডেল। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০ প্রো ৫জি স্মার্টফোন। এই ফোনে রয়েছে MediaTek Dimensity ১১০০ প্রসেসর এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। 

পোকো এক্স৩ জিটি আসলে রেডমি নোট ১০ প্রো ৫জি ফোনের রিব্র্যান্ডেড মডেল। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০ প্রো ৫জি স্মার্টফোন। এই ফোনে রয়েছে MediaTek Dimensity ১১০০ প্রসেসর এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। 

3 / 7
অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন যে, ভারতে পোকো এফ৩ জিটি এবং পোকো এক্স৩ প্রো লঞ্চের কথা রয়েছে। তাই সংস্থা এই তালিকায় আরও একটি ফোনের নাম জুড়ে ইউজারদের বিভ্রান্ত করতে চায় না। আর সেই জন্যই ভারতে পোকো এক্স৩ জিটি ফোন লঞ্চ না করার সিদ্ধান্ত নিয়েছেন পোকো কর্তৃপক্ষ। 

অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন যে, ভারতে পোকো এফ৩ জিটি এবং পোকো এক্স৩ প্রো লঞ্চের কথা রয়েছে। তাই সংস্থা এই তালিকায় আরও একটি ফোনের নাম জুড়ে ইউজারদের বিভ্রান্ত করতে চায় না। আর সেই জন্যই ভারতে পোকো এক্স৩ জিটি ফোন লঞ্চ না করার সিদ্ধান্ত নিয়েছেন পোকো কর্তৃপক্ষ। 

4 / 7
পোকো এক্স৩ জিটি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০Hz। এছাড়াও এই ফোনে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা। 

পোকো এক্স৩ জিটি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০Hz। এছাড়াও এই ফোনে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা। 

5 / 7
এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর। পোকো এক্স৩ জিটি ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর। পোকো এক্স৩ জিটি ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

6 / 7
কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি পরিষেবা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস এবং চার্জের জন্য একটি ইউএসবি টাইপ সি পোর্ট। 

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি পরিষেবা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস এবং চার্জের জন্য একটি ইউএসবি টাইপ সি পোর্ট। 

7 / 7
Follow Us: