AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Robert Lewandowski: তেইশ বরণের পার্টিতে ডান্স ফ্লোর মাতালেন লেওয়ানডস্কি

New Year 2022: বার্সা সুপারস্টার ৩৪ বছরের রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) যে ডান্স ফ্লোর কাঁপাতে পারদর্শী তা হয়তো অনেকেরই অজানা। সদ্য বর্ষবরণের পার্টিতে জমিয়ে নেচেছেন পোলিশ সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো রীতিমতো ভাইরালও হয়েছে।

| Edited By: | Updated on: Jan 04, 2023 | 8:00 AM
Share
বাইশকে বিদায় জানিয়ে তেইশকে বরণ করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। নতুন বছরের শুরুতে এখনও পার্টি মুডে রয়েছেন অনেকেই। ক্রিসমাস, বাইশের শেষ ও তেইশকে বরণ করে নেওয়ার সময় পার্টিতে মেতেছিলেন বার্সেলোনার তারকা রবার্ট লেওয়ানডস্কিও। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

বাইশকে বিদায় জানিয়ে তেইশকে বরণ করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। নতুন বছরের শুরুতে এখনও পার্টি মুডে রয়েছেন অনেকেই। ক্রিসমাস, বাইশের শেষ ও তেইশকে বরণ করে নেওয়ার সময় পার্টিতে মেতেছিলেন বার্সেলোনার তারকা রবার্ট লেওয়ানডস্কিও। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

1 / 7
তেইশ বরণের পার্টিতে জমিয়ে নাচতে দেখা গিয়েছে পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিকে। তবে লেওয়ানডস্কি একাই নাচেননি। তাঁর সঙ্গে আসর জমান তাঁর সুন্দরী স্ত্রী অ্যানা লেওয়ানডস্কিও। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

তেইশ বরণের পার্টিতে জমিয়ে নাচতে দেখা গিয়েছে পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিকে। তবে লেওয়ানডস্কি একাই নাচেননি। তাঁর সঙ্গে আসর জমান তাঁর সুন্দরী স্ত্রী অ্যানা লেওয়ানডস্কিও। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

2 / 7
সদ্য বর্ষবরণের পার্টিতে জমিয়ে নেচেছেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো রীতিমতো ভাইরালও হয়েছে। অনেকেই বার্সা তারকার এই প্রতিভার কথা জানত না। তা এ বার প্রকাশ্যে। (ছবি - ইন্সটাগ্রাম)

সদ্য বর্ষবরণের পার্টিতে জমিয়ে নেচেছেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো রীতিমতো ভাইরালও হয়েছে। অনেকেই বার্সা তারকার এই প্রতিভার কথা জানত না। তা এ বার প্রকাশ্যে। (ছবি - ইন্সটাগ্রাম)

3 / 7
বছর ৩৪-এর রবার্ট লেওয়ানডস্কি বয়সকে তুড়ি মেরেই, প্রতিভা দেখিয়েছেন। রীতিমতো পার্টির ডান্স ফ্লোর মাতিয়ে রেখেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী অ্যানা। (ছবি - ইন্সটাগ্রাম)

বছর ৩৪-এর রবার্ট লেওয়ানডস্কি বয়সকে তুড়ি মেরেই, প্রতিভা দেখিয়েছেন। রীতিমতো পার্টির ডান্স ফ্লোর মাতিয়ে রেখেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী অ্যানা। (ছবি - ইন্সটাগ্রাম)

4 / 7
উল্লেখ্য, রবার্ট লেওয়ানডস্কির স্ত্রী অ্যানা লেওয়ানডস্কি হলেন পোল্যান্ডের ফিটনেসের মুখ। অ্যানা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও পেশায় একজন নিউট্রিশনিস্ট। ফলে তিনি যেমন ফিট, তেমনই তিনি রবার্টকেও গাইড করে থাকেন। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

উল্লেখ্য, রবার্ট লেওয়ানডস্কির স্ত্রী অ্যানা লেওয়ানডস্কি হলেন পোল্যান্ডের ফিটনেসের মুখ। অ্যানা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও পেশায় একজন নিউট্রিশনিস্ট। ফলে তিনি যেমন ফিট, তেমনই তিনি রবার্টকেও গাইড করে থাকেন। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

5 / 7
অ্যানার সঙ্গে রবার্ট লেওয়ানডস্কির বিয়ে হয় ২০১৩ সালে। জানা গিয়েছে, তাঁদের প্রথম দেখা ২০০৮ সালে। পাঁচ বছর ডেটিং করার পর, একে অপরকে বিয়ে করেন রবার্ট ও অ্যানা। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

অ্যানার সঙ্গে রবার্ট লেওয়ানডস্কির বিয়ে হয় ২০১৩ সালে। জানা গিয়েছে, তাঁদের প্রথম দেখা ২০০৮ সালে। পাঁচ বছর ডেটিং করার পর, একে অপরকে বিয়ে করেন রবার্ট ও অ্যানা। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

6 / 7
রবার্ট লেওয়ানডস্কি ও অ্যানার দুই কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান ক্ল্যারা লেওয়ানডস্কির জন্ম। ২০২০ সালে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তান লরা লেওয়ানডস্কির জন্ম। স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে ভরা সংসার লেওয়ানডস্কির। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

রবার্ট লেওয়ানডস্কি ও অ্যানার দুই কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান ক্ল্যারা লেওয়ানডস্কির জন্ম। ২০২০ সালে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তান লরা লেওয়ানডস্কির জন্ম। স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে ভরা সংসার লেওয়ানডস্কির। (ছবি - অ্যানা লেওয়ানডস্কি ইন্সটাগ্রাম)

7 / 7