AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ : দ্বিতীয় পর্ব

২০২০ সালে নতুনভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। বাড়িতে বসেই বিনোদন উপভোগ করেছেন দর্শক। তাই বিদেশের পাশাপাশি বেশিকিছু উল্লেখযোগ্য ভারতীয় কনটেন্টেও নজর কেড়েছে। আগের পর্বে ছিল তেমনই ৯টি ওয়েব সিরিজের উল্লেখ। এই পর্বেও তেমনই ৯টি ওয়েব সিরিজের উল্লেখ থাকল TV9 BANGLA ডিজিটালে।

| Edited By: | Updated on: Dec 30, 2020 | 9:54 PM
Share
এই সিরিজটি একটি ডার্ক কমেডি। অভিনয় করেছিলেন জিশান আয়ুব, অমিত সিয়াল, প্রিয়া আনন্দের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এক মহিলার মৃত্যুকে ঘিরে তৈরি ওয়েব সিরিজটি রহস্যপ্রিয় দর্শকের আকর্ষণ কেড়েছিল।

এই সিরিজটি একটি ডার্ক কমেডি। অভিনয় করেছিলেন জিশান আয়ুব, অমিত সিয়াল, প্রিয়া আনন্দের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এক মহিলার মৃত্যুকে ঘিরে তৈরি ওয়েব সিরিজটি রহস্যপ্রিয় দর্শকের আকর্ষণ কেড়েছিল।

1 / 9
মিরা নায়ারের পরিচালনায় তৈরি এই সিরিজটি বিক্রম শেঠের ‘অ্যা সুইটেবল বয়’ উপন্যাস অবলম্বনে তৈরি। অভিনয় করেছিলেন তাবু, ইশান খট্টর, তানিয়া মানিকতলা, রাসিকা দুগ্গাল, রাম কাপুর। স্ট্রিমিং শুরু হতেই দর্শকের বাহবা কুড়িয়েছিল সিরিজটি।

মিরা নায়ারের পরিচালনায় তৈরি এই সিরিজটি বিক্রম শেঠের ‘অ্যা সুইটেবল বয়’ উপন্যাস অবলম্বনে তৈরি। অভিনয় করেছিলেন তাবু, ইশান খট্টর, তানিয়া মানিকতলা, রাসিকা দুগ্গাল, রাম কাপুর। স্ট্রিমিং শুরু হতেই দর্শকের বাহবা কুড়িয়েছিল সিরিজটি।

2 / 9
আরশাদ ওয়ারসি, বরুণ সবতি অভিনীত ‘অসুর’-এ একদিকে ছিল জমাটি থ্রিলারের রোমাঞ্চ, অন্যদিকে রহস্যভেদের মজা। এক ধারাবাহিক খুনির টানটান রোমাঞ্চ উন্মোচন দেখানো হয় সিরিজে। পরিচালনা করেন বাঙালি পরিচালক অনি সেন।

আরশাদ ওয়ারসি, বরুণ সবতি অভিনীত ‘অসুর’-এ একদিকে ছিল জমাটি থ্রিলারের রোমাঞ্চ, অন্যদিকে রহস্যভেদের মজা। এক ধারাবাহিক খুনির টানটান রোমাঞ্চ উন্মোচন দেখানো হয় সিরিজে। পরিচালনা করেন বাঙালি পরিচালক অনি সেন।

3 / 9
প্রথম সিজন জনপ্রিয় হতেই নির্মাতারা ঠিক করেন দ্বিতীয় সিজন তৈরি করবেন। যেমন ভাবা তেমন কাজ। দ্বিতীয় সিজনও আগেরটির মতোই জনপ্রিয় হয়। সেখানে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী, অনুপ্রিয়া গোয়েঙ্কা, কীর্তি কুলহারি, দীপ্তি নাভাল, আশিস বিদ্যার্থী, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা।

প্রথম সিজন জনপ্রিয় হতেই নির্মাতারা ঠিক করেন দ্বিতীয় সিজন তৈরি করবেন। যেমন ভাবা তেমন কাজ। দ্বিতীয় সিজনও আগেরটির মতোই জনপ্রিয় হয়। সেখানে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী, অনুপ্রিয়া গোয়েঙ্কা, কীর্তি কুলহারি, দীপ্তি নাভাল, আশিস বিদ্যার্থী, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা।

4 / 9
২০২০ সালে মুক্তি পেয়েছিল আরও একটি ভারতীয় ক্রাইম থ্রিলার ‘ফ্লেশ’। দামিশ আসলাম পরিচালিত সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন স্বরা ভাস্কর। মানুষ পাচারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ দেখে মুগ্ধ হয়েছিলেল দর্শক।

২০২০ সালে মুক্তি পেয়েছিল আরও একটি ভারতীয় ক্রাইম থ্রিলার ‘ফ্লেশ’। দামিশ আসলাম পরিচালিত সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন স্বরা ভাস্কর। মানুষ পাচারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ দেখে মুগ্ধ হয়েছিলেল দর্শক।

5 / 9
ওটিটি প্ল্যাটফর্মে যে ক’টি ভারতীয় ক্রাইম ড্রামা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দর্শক, সেগুলির মধ্যে অন্যতম ‘জামতারা’। সৌমেন্দ্র পাদি পরিচালিত এই সিরিজটি ঝাড়খণ্ড রাজ্যের কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি। সিরিজে অভিনয় করেন অমিত সিয়াল, দিব্যেন্দু ভট্টাচার্যর মতো অভিনেতারা।

ওটিটি প্ল্যাটফর্মে যে ক’টি ভারতীয় ক্রাইম ড্রামা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দর্শক, সেগুলির মধ্যে অন্যতম ‘জামতারা’। সৌমেন্দ্র পাদি পরিচালিত এই সিরিজটি ঝাড়খণ্ড রাজ্যের কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি। সিরিজে অভিনয় করেন অমিত সিয়াল, দিব্যেন্দু ভট্টাচার্যর মতো অভিনেতারা।

6 / 9
রাজীব খান্ডেলওয়াল অভিনীত ওয়েব সিরিজটি নকশালদের দেখায় এসটিএফ এজেন্টদের দৃষ্টিভঙ্গী থেকে। সিরিজটি পরিচালনা করেছিলেন বাঙালি পরিচালক পার্থ মিত্র। দর্শকের পছন্দের তালিকায় এই সিরিজটিও রয়েছে।

রাজীব খান্ডেলওয়াল অভিনীত ওয়েব সিরিজটি নকশালদের দেখায় এসটিএফ এজেন্টদের দৃষ্টিভঙ্গী থেকে। সিরিজটি পরিচালনা করেছিলেন বাঙালি পরিচালক পার্থ মিত্র। দর্শকের পছন্দের তালিকায় এই সিরিজটিও রয়েছে।

7 / 9
এই প্রজন্মের এক নারীর গল্প বলে পুষ্পাবল্লি। সুমুখী সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম সিজন জনপ্রিয় হতেই পরিচালক দেবী রাও দ্বিতীয় সিজন তৈরি করেন। সুমুখী ছাড়াও তাতে অভিনয় করেন মনীশ আনন্দ, নবীন রিচার্ড, প্রীতিকা চাওলার মতো অভিনেতা-অভিনেত্রীরা।

এই প্রজন্মের এক নারীর গল্প বলে পুষ্পাবল্লি। সুমুখী সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম সিজন জনপ্রিয় হতেই পরিচালক দেবী রাও দ্বিতীয় সিজন তৈরি করেন। সুমুখী ছাড়াও তাতে অভিনয় করেন মনীশ আনন্দ, নবীন রিচার্ড, প্রীতিকা চাওলার মতো অভিনেতা-অভিনেত্রীরা।

8 / 9
ওটিটি  প্ল্যাটফর্মে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ : দ্বিতীয় পর্ব

9 / 9