PM Narendra Modi: প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড়, হাত নেড়ে অভিবাদন জানালেন নরেন্দ্র মোদী

Karnataka: রাস্তার দু'পাশ থেকে উড়ে এসেছে নানা ফুলের পাপড়ি। প্রধানমন্ত্রীও গাড়ির সামনের সিটের দরজা খুলে পাদানির উপর দাঁড়িয়ে উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 9:27 PM
ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এদিন কর্নাটকের হুব্বলিতে রোড শো করেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এদিন কর্নাটকের হুব্বলিতে রোড শো করেন প্রধানমন্ত্রী।

1 / 9
বিমানবন্দর থেকে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত রোড শো করেন প্রধানমন্ত্রী। তাঁকে দেখতে রাস্তার দু'ধারে উপচে পড়েছিল মানুষের ভিড়। সকলের মুখে ছিল মোদী-ধ্বনি।

বিমানবন্দর থেকে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত রোড শো করেন প্রধানমন্ত্রী। তাঁকে দেখতে রাস্তার দু'ধারে উপচে পড়েছিল মানুষের ভিড়। সকলের মুখে ছিল মোদী-ধ্বনি।

2 / 9
স্কুল-কলেজ পড়ুয়া থেকে মাঝ বয়সী মহিলা, তরুণ, যুবা সকলেই ছিলেন ভিড়ে। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার মুহূর্ত মোবাইল ফোন বন্দি করে রাখেন রাস্তার দু'ধারের মানুষ।

স্কুল-কলেজ পড়ুয়া থেকে মাঝ বয়সী মহিলা, তরুণ, যুবা সকলেই ছিলেন ভিড়ে। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার মুহূর্ত মোবাইল ফোন বন্দি করে রাখেন রাস্তার দু'ধারের মানুষ।

3 / 9
এই ভিড় থেকে কখনও উঠে এসেছে 'মোদী মোদী' ধ্বনি, কখনও আবার শোনা গিয়েছে 'ভারত মাতা কী জয়'।

এই ভিড় থেকে কখনও উঠে এসেছে 'মোদী মোদী' ধ্বনি, কখনও আবার শোনা গিয়েছে 'ভারত মাতা কী জয়'।

4 / 9
রাস্তার দু'পাশ থেকে উড়ে এসেছে ফুলের পাপড়ি। প্রধানমন্ত্রীও গাড়ির সামনের সিটের দরজা খুলে পাদানির উপর দাঁড়িয়ে উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

রাস্তার দু'পাশ থেকে উড়ে এসেছে ফুলের পাপড়ি। প্রধানমন্ত্রীও গাড়ির সামনের সিটের দরজা খুলে পাদানির উপর দাঁড়িয়ে উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

5 / 9
উৎসাহী জনতার মধ্যে থেকে মালা হাতে ছুটে আসেন এক কিশোর। যদিও সঙ্গে সঙ্গে ওই কিশোরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

উৎসাহী জনতার মধ্যে থেকে মালা হাতে ছুটে আসেন এক কিশোর। যদিও সঙ্গে সঙ্গে ওই কিশোরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

6 / 9
প্রধানমন্ত্রীর পাঁচস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা ওই কিশোরকে সরিয়ে নেন।

প্রধানমন্ত্রীর পাঁচস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা ওই কিশোরকে সরিয়ে নেন।

7 / 9
অবশ্য ততক্ষণে ওই কিশোরের দেওয়া মালা হাত বাড়িয়ে নিয়েও নিয়েছেন প্রধানমন্ত্রী।

অবশ্য ততক্ষণে ওই কিশোরের দেওয়া মালা হাত বাড়িয়ে নিয়েও নিয়েছেন প্রধানমন্ত্রী।

8 / 9
গাড়ির বনেটে সে মালা রাখেন। তাঁর জনপ্রিয়তা কতটা, এদিন সে ছবি ধরা পড়েছে এই বর্ণাঢ্য রোড শোয়ের প্রতি পদে পদে।

গাড়ির বনেটে সে মালা রাখেন। তাঁর জনপ্রিয়তা কতটা, এদিন সে ছবি ধরা পড়েছে এই বর্ণাঢ্য রোড শোয়ের প্রতি পদে পদে।

9 / 9
Follow Us: