CWG 2022: হেঁটেই ইতিহাস, কমনওয়েলথে রুপো প্রিয়াঙ্কা গোস্বামীর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 06, 2022 | 5:33 PM

কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে তৃতীয় পদক দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০ হাজার মিটার রেস ওয়াকে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন প্রিয়াঙ্কা।

1 / 7
কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে তৃতীয় পদক দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০ হাজার মিটার রেস ওয়াকে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন প্রিয়াঙ্কা। (ছবি: ইনস্টাগ্রাম)

কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে তৃতীয় পদক দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০ হাজার মিটার রেস ওয়াকে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন প্রিয়াঙ্কা। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 7
শনিবার বার্মিংহ্যামে ৪৩:৩৮ মিনিটে হাঁটা শেষ করেন প্রিয়াঙ্কা। যা তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং। (ছবি: ইনস্টাগ্রাম)

শনিবার বার্মিংহ্যামে ৪৩:৩৮ মিনিটে হাঁটা শেষ করেন প্রিয়াঙ্কা। যা তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 7
হাই জাম্পার তেজস্বিন শঙ্কর এবং লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তৃতীয় পদক প্রিয়াঙ্কার। (ছবি: ইনস্টাগ্রাম)

হাই জাম্পার তেজস্বিন শঙ্কর এবং লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তৃতীয় পদক প্রিয়াঙ্কার। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 7
নাম, পদবী শুনে বাঙালি ভেবে ফেললে  ভুল করবেন। প্রিয়াঙ্কা আদতে উত্তরপ্রদেশের মিরাটের মেয়ে। (ছবি: ইনস্টাগ্রাম)

নাম, পদবী শুনে বাঙালি ভেবে ফেললে ভুল করবেন। প্রিয়াঙ্কা আদতে উত্তরপ্রদেশের মিরাটের মেয়ে। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 7
স্কুলজীবনে জিমন্যাস্টিক্সের প্রতি আকর্ষণ জন্মছিল। পরে ট্র্যাক বদলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। টোকিও অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা।(ছবি: ইনস্টাগ্রাম)

স্কুলজীবনে জিমন্যাস্টিক্সের প্রতি আকর্ষণ জন্মছিল। পরে ট্র্যাক বদলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। টোকিও অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা।(ছবি: ইনস্টাগ্রাম)

6 / 7
আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কার সবথেকে বড় সাফল্য কমনওয়েলথ গেমসে রুপোর পদক।(ছবি: ইনস্টাগ্রাম)

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কার সবথেকে বড় সাফল্য কমনওয়েলথ গেমসে রুপোর পদক।(ছবি: ইনস্টাগ্রাম)

7 / 7
এই প্রথম দেশের কোনও মহিলা অ্যাথলিট রেস ওয়াকিংয়ে মেডেল পেলেন। সেদিক থেকে বার্মিংহ্যামে প্রিয়াঙ্কা ইতিহাস গড়লেন বৈকি।(ছবি: ইনস্টাগ্রাম)

এই প্রথম দেশের কোনও মহিলা অ্যাথলিট রেস ওয়াকিংয়ে মেডেল পেলেন। সেদিক থেকে বার্মিংহ্যামে প্রিয়াঙ্কা ইতিহাস গড়লেন বৈকি।(ছবি: ইনস্টাগ্রাম)

Next Photo Gallery