Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bappi Lahiri Birthday: জন্মদিনে বাপ্পি লাহিড়িকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা

Bappi Lahiri Birthday: প্রসেনজিৎ লিখেছেন, ‘মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাপ্পিদা। অসাধারণ সব গানের জন্য ধন্যবাদ’।

| Edited By: | Updated on: Nov 27, 2021 | 4:16 PM
বাপ্পি লাহিড়ি। মিউজিক ইন্ডাস্ট্রিতে কার্যত একটি প্রতিষ্ঠানের নাম। বহু জনপ্রিয় গান ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন।

বাপ্পি লাহিড়ি। মিউজিক ইন্ডাস্ট্রিতে কার্যত একটি প্রতিষ্ঠানের নাম। বহু জনপ্রিয় গান ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন।

1 / 7
জন্মদিনে অগণিত অনুরাগী বাপ্পিকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন। ইন্ডাস্ট্রির বহু সদস্যও শুভ কামনা জানিয়েছেন। বাপ্পির সঙ্গে কাজ করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তও ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিনে অগণিত অনুরাগী বাপ্পিকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন। ইন্ডাস্ট্রির বহু সদস্যও শুভ কামনা জানিয়েছেন। বাপ্পির সঙ্গে কাজ করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তও ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

2 / 7
প্রসেনজিৎ লিখেছেন, ‘মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাপ্পিদা। অসাধারণ সব গানের জন্য ধন্যবাদ’।

প্রসেনজিৎ লিখেছেন, ‘মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাপ্পিদা। অসাধারণ সব গানের জন্য ধন্যবাদ’।

3 / 7
ঋতুপর্ণা লিখেছেন, বাপ্পি সব সময়ই এভারগ্রিন। তিনি একজন আইকন এবং সকলের কাছে অনুপ্রেরণা বলে মনে করেন ঋতুপর্ণা। ‘প্রতিদিন আমাদের আরও গর্বিত করুন’, লিখেছেন অভিনেত্রী।

ঋতুপর্ণা লিখেছেন, বাপ্পি সব সময়ই এভারগ্রিন। তিনি একজন আইকন এবং সকলের কাছে অনুপ্রেরণা বলে মনে করেন ঋতুপর্ণা। ‘প্রতিদিন আমাদের আরও গর্বিত করুন’, লিখেছেন অভিনেত্রী।

4 / 7
১৯৭৪ সাল। সে বছরই বাপ্পির অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ হয়। প্রথম ছবিতেই কিশোর কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন তিনি।

১৯৭৪ সাল। সে বছরই বাপ্পির অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ হয়। প্রথম ছবিতেই কিশোর কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন তিনি।

5 / 7
কিশোর কুমার পরিচালিত এবং প্রযোজিত যে ছবিতে বাপ্পি অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ করেছিলেন, তার নাম Badhti Ka Naam Dadhi। ১৯৫৮তেও একটি ছবি তৈরি হয়। যার নাম ছিল Chalti Ka Naam Dadhi। দুটি ছবির নামের মিল রয়েছে। ১৯৫৮-র ছবিতে কিশোরের সঙ্গে অভিনয় করেছিলেন তাঁর দুই ভাই অনুপ কুমার এবং অশোক কুমার।

কিশোর কুমার পরিচালিত এবং প্রযোজিত যে ছবিতে বাপ্পি অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ করেছিলেন, তার নাম Badhti Ka Naam Dadhi। ১৯৫৮তেও একটি ছবি তৈরি হয়। যার নাম ছিল Chalti Ka Naam Dadhi। দুটি ছবির নামের মিল রয়েছে। ১৯৫৮-র ছবিতে কিশোরের সঙ্গে অভিনয় করেছিলেন তাঁর দুই ভাই অনুপ কুমার এবং অশোক কুমার।

6 / 7
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাপ্পিকে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাপ্পিকে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

7 / 7
Follow Us: