Bangla News » Photo gallery » Qatar World Cup 2022 Portugal vs Uruguay stopped as fan invades with rainbow flag
FIFA World Cup 2022: রোনাল্ডো-সুয়ারেজদের ম্যাচে বিঘ্ন ঘটাতে রংধনু পতাকা হাতে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Nov 29, 2022 | 2:12 PM
লুসেইল স্টেডিয়ামে ২৯ নভেম্বর গ্রুপ-এইচের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও উরুগুয়ে। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতে নক আউট নিশ্চিত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তবে এই ম্যাচ চলাকালীন মাঠে এক দর্শক ঢুকে পড়ায় কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ ছিল। মাঠে ঢুকে কী করেছেন ওই দর্শক?
Nov 29, 2022 | 2:12 PM
লুসেইল স্টেডিয়ামে ২৯ নভেম্বর গ্রুপ-এইচের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল (Portugal) ও উরুগুয়ে (Uruguay)। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতে নক আউট নিশ্চিত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তবে এই ম্যাচ চলাকালীন মাঠে এক দর্শক ঢুকে পড়ায় কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ ছিল। মাঠে ঢুকে কী করেছেন ওই দর্শক? (ছবি-টুইটার)
1 / 5
পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ চলাকালীন এক দর্শক ছুটতে ছুটতে ঢুকে পড়েন মাঠের মধ্যে। তাঁর পরনে ছিল নীল রংয়ের শার্ট। তাতে লেখা ছিল ইরানের মহিলাদের প্রতি সম্মান জানানোর বার্তা। (ছবি-টুইটার)
2 / 5
ইরানের মহিলাদের উদ্দেশে ওই সমর্থক নিজের সুপারম্যানের লোগো থাকা জামায় লিখেছিলেন, "রেসপেক্ট ফর ইরানিয়ান ওমেন"। একইসঙ্গে ওই দর্শকের হাতে ছিল রংধনু পতাকা। (ছবি-টুইটার)
3 / 5
এই দর্শকের জামার সামনে লেখা ছিল ইউক্রেনকে বাঁচাও। ম্যাচের ৫১ মিনিটের মাথায় এই ঘটনাটি ঘটে। সেই সময় দুই দলের ফুটবলাররা খেলা থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। (ছবি-টুইটার)
4 / 5
ওই দর্শক রংধনু পতাকাটি মাঠের মধ্যে ফেলে দেন। রেফারি সেটি তুলে মাঠের বাইরে বের করেন। এর পর নিরাপত্তারক্ষীরা সেই দর্শককে ধরে ফেলে। এবং তাঁকে মাঠের বাইরে নিয়ে যায়। (ছবি-টুইটার)