কাতার বিশ্বকাপে চমক ছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। যদিও শেষ চারে হার মরক্কোর। বিশ্বকাপ শেষ হতেই ক্লাবে মরক্কো অধিনায়ক তথা পিএসজি ডিফেন্ডার আশরফ হাকিমি। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
বিশ্বকাপ ফাইনালে নজির গড়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ১৯৬৬ সালের বিশ্বকাপে জিওফ হার্স্টের পর ফাইনালে হ্যাটট্রিকের নজির গড়েছেন কিলিয়ান এমবাপে। (ছবি : টুইটার)
এমবাপের হ্যাটট্রিকও যথেষ্ঠ ছিল না। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স ফ্রান্স। ক্লাবে ঢুকে কোচের আলিঙ্গনে এমবাপে। (ছবি : টুইটার)
কাতারে ইতিহাস গড়ে ক্লাবে হাজির মরক্কোর আশরফ হাকিমি। ক্লাব সতীর্থের আলিঙ্গনে হাকিমি।
বিশ্বকাপে ছিলেন প্রতিপক্ষ। লড়াইটা ৯০ মিনিটেই সীমাবদ্ধ ছিল। ক্লাবে আলোচনায় দুই বন্ধু এমবাপে-হাকিমি। (ছবি : টুইটার)
বিশ্বকাপে স্পেন স্কোয়াডে সুযোগ পাননি পিএসজি ডিফেন্ডার সের্গিও ব়্যামোস। হাকিমির মরক্কোর কাছে হেরে নকআউটের শুরুতেই বিদায় নিয়েছে স্পেন। ক্লাবে ব়্যামোসের আলিঙ্গনে হাকিমি। (ছবি : টুইটার)
ক্লাবে এলেও প্রথম দিন অবশ্য অনুশীলনে নামেননি এমবাপে-হাকিমি। সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় পর দেখা। তাঁরা সতীর্থদের অনুশীলন দেখলেন। শীঘ্রই নিজেরাও নামবেন ব়্যামোসদের সঙ্গে। (ছবি : টুইটার)