উইকিপিডিয়া বলছে, আজ তাঁর বয়স হল ৪৭ বছর। আজ তিনি বার্থডে গার্ল। তিনি অর্থাৎ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র।
‘দিদি নম্বর ওয়ান’। রচনাকে এই অনুষ্ঠান থেকে ‘দিদি’ নামেই চেনেন দর্শক। সফল অভিনেত্রীর দীর্ঘ কেরিয়ারের পর সঞ্চালিকা হিসেবে দারুণ সফল তিনি।
রচনার ফ্যাশন স্টেটমেন্টও দেখার মতো। সব ধরনের পোশাকে সমান স্বাচ্ছন্দ্য তিনি। তাঁর থেকে ফ্যাশন টিপস পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। সেই সেন্সকেই এ বার অন্য ভাবে কাজেও লাগিয়েছেন।
সদ্য নিজস্ব ফ্যাশন কালেকশন সদ্য লঞ্চ করেছেন রচনা। শুরু করেছেন নিজস্ব বুটিক।
নিজস্ব ব্যবসা শুরু করার মুহূর্ত থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং সামলাতে হচ্ছে রচনাকে। কারও প্রশ্ন, অভিনয়, সঞ্চালনার পর হঠাৎ করে নতুন কাজ কেন শুরু করলেন তিনি? কারও মতে, ইন্ডাস্ট্রিতে কাজ নেই। তাই বাধ্য হয়ে ব্যবসা করে নেমেছেন।
ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় সামলাতে হয়েছে রচনাকে। দাম্পত্য বিচ্ছেদের পর ছেলে প্রণীলকে একার হাতে মানুষ করেছেন। পাশাপাশি সামলেছেন কেরিয়ার।
দীর্ঘ কয়েক বছর হল, ছবির জগৎ থেকে অনেকটা দূরে রচনা। অনেক বেছে কাজ করেন এখন। আপাতত টেলিভিশনের পর্দায় তাঁকে প্রতিদিন দেখেন দর্শক।