Australian Open 2022: দেখুন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল-বার্টির ফটোশুটের কিছু ছবি

Rafael Nadal-Ashleigh Barty: মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে কেরিয়ারের ২১তম গ্র্য়ান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। অন্যদিকে ঘরের কোর্টে ৪৪ বছরের ট্রফির খরা কাটিয়েছেন অ্যাশলি বার্টি (Ashleigh Barty)। এটিই বার্টির কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। ভ্যাকসিন জটে নোভাক জকোভিচ বছরের প্রথম গ্র্যান্ড স্লামে অংশ নিতে না পারায় বলা হচ্ছিল, টুর্নামেন্টের জৌলুস কম হতে পারে। কিন্তু সেটা হতে দিলেন না রাফা-বার্টিরা। দাপট দেখিয়ে একের পর এক ম্যাচ জিতে ট্রফি হাতে তুলে নেন অ্যাশলি বার্টি। অন্যদিকে এক একটা ম্যাচে প্রবল লড়াই করে, শেষ অবধি কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি জিতলেন রাফা। দেখুন এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের দুই তারকার ফটোশুটের কিছু ছবি...

| Edited By: | Updated on: Jan 31, 2022 | 8:10 PM
৩৫ বছরেও হার না মানা মানসিকতা, অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতে ভর করে কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফায়েল নাদাল। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

৩৫ বছরেও হার না মানা মানসিকতা, অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতে ভর করে কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফায়েল নাদাল। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

1 / 4
কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ট্রফি হাতে নিয়ে রাফার হাসি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে, এই ট্রফিটার জন্য তিনি কতটা লড়াই করেছিলেন।(ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ট্রফি হাতে নিয়ে রাফার হাসি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে, এই ট্রফিটার জন্য তিনি কতটা লড়াই করেছিলেন।(ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

2 / 4
দেশের হয়ে ৪৪ বছর পর ট্রফি জেতার যে স্বাদ একটা আলাদাই, তা অ্যাশলি বার্টির হাসিমুখ দেখেই বোঝা যায়। (ছবি-ডব্লিউটিএ টুইটার)

দেশের হয়ে ৪৪ বছর পর ট্রফি জেতার যে স্বাদ একটা আলাদাই, তা অ্যাশলি বার্টির হাসিমুখ দেখেই বোঝা যায়। (ছবি-ডব্লিউটিএ টুইটার)

3 / 4
কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ট্রফির লড়াইটা বেশ মধুরই হল অজি টেনিস তারকা অ্যাশ বার্টির। (ছবি-ডব্লিউটিএ টুইটার)

কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ট্রফির লড়াইটা বেশ মধুরই হল অজি টেনিস তারকা অ্যাশ বার্টির। (ছবি-ডব্লিউটিএ টুইটার)

4 / 4
Follow Us: