Rafael Nadal: নোরিকে হারিয়ে চতুর্থ বার মেক্সিকান ওপেন চ্যাম্পিয়ন নাদাল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 27, 2022 | 7:47 PM

Mexican Open: ২০২২ সালটা ভালোই কাটছে বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। অস্ট্রেলিয়ান ওপেনের পর এ বার মেক্সিকান ওপেনেও (Mexican Open) চ্যাম্পিয়ন হলেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকা রাফা মেক্সিকান ওপেনের ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নোরিকে (Cameron Norrie) হারালেন স্ট্রেট সেটে। ম্যাচের ফল ৬-৪, ৬-৪। এই নিয়ে চতুর্থ বার মেক্সিকান ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফা। ২০২২ সালে এটা রাফায়েল নাদালের টানা ১৫তম জয়। এবং এটি তাঁর ৯১তম এটিপি শিরোপা।

1 / 4
অস্ট্রেলিয়ান ওপেনের পর ২০২২ সালে মেক্সিকান ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। (ছবি-টুইটার)

অস্ট্রেলিয়ান ওপেনের পর ২০২২ সালে মেক্সিকান ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। (ছবি-টুইটার)

2 / 4
মেক্সিকান ওপেনের ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে হারালেন নাদাল।  (ছবি-টুইটার)

মেক্সিকান ওপেনের ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে হারালেন নাদাল। (ছবি-টুইটার)

3 / 4
৫৪ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪ নরিকে হারালেন রাফা।  (ছবি-টুইটার)

৫৪ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪ নরিকে হারালেন রাফা। (ছবি-টুইটার)

4 / 4
২০২২ সালে এটা রাফায়েল নাদালের টানা ১৫তম জয়। এবং এটি তাঁর ৯১তম এটিপি শিরোপা।  (ছবি-টুইটার)

২০২২ সালে এটা রাফায়েল নাদালের টানা ১৫তম জয়। এবং এটি তাঁর ৯১তম এটিপি শিরোপা। (ছবি-টুইটার)

Next Photo Gallery