Rahkeem Cornwall: আটলান্টা ওপেনে ডাবল সেঞ্চুরির রেকর্ড রকিম কর্নওয়ালের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 06, 2022 | 2:21 PM

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরির অনবদ্য রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রকিম কর্নওয়াল (Rahkeem Cornwall)। আমেরিকার টি-২০ লিগ, আটলান্টা ওপেনে বিধ্বংসী মেজাজে দেখা গেল রকিমকে। ৭৭ বলে ২০৫ রানের অপরাজিত ইনিংস খেললেন ক্যারিবিয়ান তারকা। বোলারদের কার্যত নাকানিচোবানি খাইয়ে ছাড়লেন ১৪০ কেজির রকিম।

1 / 5
ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরির অনবদ্য রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রকিম কর্নওয়াল (Rahkeem Cornwall)। আমেরিকার টি-২০ লিগ, আটলান্টা ওপেনে বিধ্বংসী মেজাজে দেখা গেল রকিমকে। (ছবি-টুইটার)

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরির অনবদ্য রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রকিম কর্নওয়াল (Rahkeem Cornwall)। আমেরিকার টি-২০ লিগ, আটলান্টা ওপেনে বিধ্বংসী মেজাজে দেখা গেল রকিমকে। (ছবি-টুইটার)

2 / 5
৭৭ বলে ২০৫ রানের অপরাজিত ইনিংস খেললেন ক্যারিবিয়ান তারকা। বোলারদের কার্যত নাকানিচোবানি খাইয়ে ছাড়লেন ১৪০ কেজির রকিম। (ছবি-টুইটার)

৭৭ বলে ২০৫ রানের অপরাজিত ইনিংস খেললেন ক্যারিবিয়ান তারকা। বোলারদের কার্যত নাকানিচোবানি খাইয়ে ছাড়লেন ১৪০ কেজির রকিম। (ছবি-টুইটার)

3 / 5
আটলান্টা ওপেনে স্কোয়ার ড্রাইভের বিরুদ্ধে খেলতে নেমেছিল আটলান্টা ফায়ার। সেই ম্যাচে রকিম এই অতিমানবীয় ইনিংস গড়ার পথে মেরেছেন ২২টি ছয় ও ১৭টি চার। তাঁর স্ট্রাইকরেট ছিল ২৬৬.২৩। (ছবি-টুইটার)

আটলান্টা ওপেনে স্কোয়ার ড্রাইভের বিরুদ্ধে খেলতে নেমেছিল আটলান্টা ফায়ার। সেই ম্যাচে রকিম এই অতিমানবীয় ইনিংস গড়ার পথে মেরেছেন ২২টি ছয় ও ১৭টি চার। তাঁর স্ট্রাইকরেট ছিল ২৬৬.২৩। (ছবি-টুইটার)

4 / 5
নির্ধারিত ২০ ওভারে ৩২৬ রান তোলে আটলান্টা ফায়ার। জবাবে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ৮ উইকেট হারিয়ে মাত্রা ১৫৪ রান তোলে স্কোয়ার ড্রাইভ। যার ফলে ১৭২ রানে বড় ব্যবধানে জেতে কর্নওয়েলের আটলান্টা ফায়ার। (ছবি-টুইটার)

নির্ধারিত ২০ ওভারে ৩২৬ রান তোলে আটলান্টা ফায়ার। জবাবে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ৮ উইকেট হারিয়ে মাত্রা ১৫৪ রান তোলে স্কোয়ার ড্রাইভ। যার ফলে ১৭২ রানে বড় ব্যবধানে জেতে কর্নওয়েলের আটলান্টা ফায়ার। (ছবি-টুইটার)

5 / 5
রকিমের এই মারকাটারি ইনিংস নিয়ে রীতিমতো চর্চা চলছে ক্রিকেট মহলে। আটলান্টা ওপেনে যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ৭৫ হাজার ডলার। (ছবি-টুইটার)

রকিমের এই মারকাটারি ইনিংস নিয়ে রীতিমতো চর্চা চলছে ক্রিকেট মহলে। আটলান্টা ওপেনে যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ৭৫ হাজার ডলার। (ছবি-টুইটার)

Next Photo Gallery