Rahul Dravid: এনসিএতে ক্লাস নিলেন রাহুল দ্রাবিড়, ধন্যবাদ জানালেন ভিভিএস লক্ষ্মণ
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নর্থইস্ট ও প্লেট গ্রুপের ক্রিকেটারদের ক্লাস নিলেন রোহিত শর্মাদের হেড স্যার রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ৪৫ মিনিট এনসিতে তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করলেন দ্য ওয়াল। ভারতের হেড কোচ হওয়ার আগে এনসিএ-র প্রধান ছিলেন দ্রাবিড়। সেই পদে এখন রয়েছেন তাঁর সতীর্থ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। আইপিএল-২০২২ চলছে বলে বর্তমানে জাতীয় দলের দায়িত্বে নেই দ্রাবিড়। তাই বেঙ্গালুরুতে থাকায় তিনি গিয়ে এনসিএতে তরুণ প্লেয়ারদের সঙ্গে কথা বললেন। সময় বের করে তরুণ প্লেয়ারদের সঙ্গে আলোচনা করার জন্য দ্রাবিড়কে ধন্যবাদ জানাতে ভোলেননি লক্ষ্মণ।
Most Read Stories