IND vs NZ: ভারতের ৫০তম ওডিআই ভেনু রায়পুরে কি উঠবে রানের ঝড়?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 20, 2023 | 7:46 PM
India vs New Zealand: ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওডিআই সিরিজ চলছে। আপাতত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মেন ইন ব্লু। চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে রায়পুরে। এই রায়পুরে প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হবে।
1 / 8
হায়দরাবাদের উপল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ওডিআই (ODI) ম্যাচে দাপট দেখা গিয়েছিল ভারতের (India) তারকা ওপেনার শুভমন গিলের ব্যাটে। ডাবল সেঞ্চুরি করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন গিল। (ছবি-পিটিআই)
2 / 8
এর পর বল হাতে বাকি কাজটা করে যান ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলা মহম্মদ সিরাজ। উপল স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ের মধ্যে ছিলেন সিরাজের পরিবারের সদস্যরা। ওই ম্যাচে ৪ উইকেট নেন সিরাজ। ২টি করে উইকেট কুলদীপ যাদব ও শার্দূল ঠাকুর নিয়েছিলেন। ১টি করে উইকেট পেয়েছিলেন মহম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া। (ছবি-পিটিআই)
3 / 8
চলতি ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেনু রায়পুর। শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথম বার কোনও আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হতে চলেছে। (ছবি-পিটিআই)
4 / 8
উল্লেখ্য, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারতের ৫০তম ওডিআই ভেনু। (ছবি-পিটিআই)
5 / 8
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির উন্মোচন হয়েছিল ২০০৮ সালে। এটি ভারতের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টেডিয়াম। (ছবি-টুইটার)
6 / 8
শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৪৯ হাজার। বীর নায়ারণ সিং বিঞ্জওয়ান নামে সোনাখানের এক জমিদার ছিলেন, যিনি ছত্তিশগড়ে ভারতের স্বাধীনতার জন্য ১৮৫৭ সালের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নামেই এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে। (ছবি-টুইটার)
7 / 8
২০১৩ ও ২০১৫ সালে রায়পুরে ২টি আইপিএল ম্যাচ হয়েছিল। তখনকার দিল্লি ডেয়ারডেভিলসের হোম গ্রাউন্ড ছিল শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আইপিএলের পাশাপাশি ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে। ২০১৭-১৮ মরসুমে সৈয়দ মুস্তাক আলির ম্যাচও হয়েছে রায়পুরের স্টেডিয়ামে। (ছবি-টুইটার)
8 / 8
শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও অবধি একটিও আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হয়নি। যার ফলে, আগামী কাল (২১ জানুয়ারি)-এর ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তেজনা দেখা গিয়েছে রায়পুরবাসীদের মধ্যে। (ছবি-টুইটার)