TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 03, 2022 | 10:13 AM
২ বছর করোনা অতিমারির কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তেব এবার আর স্থগিত রাখার প্রশ্নই নেই। রাজস্থানের আজমির, করোনা নিষেধাজ্ঞা ভুলে গর্বে ও ঐতিহ্যের আন্তর্জাতিক পুষ্কর মেলা শুরু হয়েছে।
গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ঐতিহ্যশালী মেলা। শুধু রাজস্থান নয়, দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির মিলনস্থল এটি। এই মেলা শুধু বিনোদনের জন্য নয়, রয়েছে আধ্যাত্মিকতা, সংস্কৃতির বন্ধন। এছাড়া মেলায় খেলা, বলিউডের মত বর্ণাঢ্য অনুষ্ঠান।
মেলা শুরু প্রথম দিন থেকেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা লেগেই রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করা ও কাছ থেকে দেখার কৌতূহল চেপে রাখতে পারছেন না কেউই। মেলায় রাজ্যের মানুষ রাজ্য সরকারের উন্নয়ন যাত্রা ও কল্যাণমূলক পরিকল্পনা সম্পর্কেও জানার সুযোগ পাবে।
এবারের মেলায় পর্যটকদের জন্য রয়েছে প্রতিদিনের বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ধর্মীয় ও সাংস্কৃতি মেলায় এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকবে নানা রকম ক্রীড়াঅনুষ্ঠানও।
১ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০ট থেকে মেলার মাঠে পুজো, পতাকা উত্তোলন, নগড়া বাদ্যযন্ত্রের মাধ্যমে শুরু হয়েছে এই রঙিন বর্ণাঢ্য মেলা। রয়েছে বালি শিল্প, মন্দনা প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠানও।
দেশি বিদেশি পর্যটকদের মধ্যে চক দে রাজস্থান ফুটবল ম্যাচ অনুষ্ঠিতও হয়েছে। সন্ধ্য়ের সময় পুষ্কর সরোবর ঘাটে দীপদান, রঙ্গোলি, মহা-আরতি, পুষ্কর অভিষেক। সরোবরে ফায়ার ওয়ার্ক দেখার মত ছিল।
শুধু ফুটবল নয়, কাবাদি, লংদী লেগ, ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়। এছাড়া ঘুডি প্রতিযোগিতা, ভলিবল, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘোড়া দৌড় প্রতিযোগিতা, উট দৌড় প্রতিযোগিতার মত আকর্ষণীয় খেলা এখানে অনুষ্ঠিত হয়।
এই মেলায় স্থানীয়দের হস্তশিল্প মেলাও দেখার মত। সকালে থেকেই মাঠে এই মেলা চালু হয়। তারপর থেকেই পর্যটকের ভিড় চোখে পড়তে শুরু করে। রয়েছে রাজস্থানী নৃত্য়, গান ও মেলা। সব মিলিয়ে একেবারে জমজমাট পুষ্কর মেলা।