Raksha Bandhan 2024: রাখী পূর্ণিমায় বিরল ৬ শুভযোগ! ভাদ্রের এই উত্‍সব মাটি হওয়ার আগেই জেনে নিন সবচেয়ে শুভ সময়

Rakhi Purnima 2024: জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখী পূর্ণিমার দিনে ৬টি শুভ ও বিরল ঘটনা ঘটতে চলেছে। এমনকি এই যোগের কারণে ভাদ্রমাসের বিশেষ উত্‍সবের আনন্দটাই মাটি হয়েযেতে পারে। তবে বিশিষ্টদের মতে, অধিপতি ভাদ্রের প্রভাব পৃথিবীতে না পড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। ভাইবোনের সম্পর্কে যেন কোনও আঁচড় না পড়ে, সেদিকে খেয়াল রাখার জন্য কোন সময় ভাই বা দাদাকে রাখি বাঁধবেন, এদিন শুভ সময় কখন পালিত হবে, তা জেনে রাখা প্রয়োজন। 

| Updated on: Aug 03, 2024 | 4:43 PM
শ্রাবণ শেষ হতে না হতেই আরেকটি উত্‍সব শুরু হয়ে যায়। শ্রাবণ পূর্ণিমার দিনেই পালিত হয় বাঙালি তথা গোটা ভারতের অত্যন্তু গুরুত্বপূর্ণ উত্‍সব। শাস্ত্র ও ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র ছাড়া শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে পবিত্র রাখী পূর্ণিমা পালিত হয়। এই বি্শেষ পূর্ণিমা বাংলায় রাখী পূর্ণিমায় বলা হলেও ভারতের বিভিন্ন জায়গায় এর রয়েছে নানা নাম।

শ্রাবণ শেষ হতে না হতেই আরেকটি উত্‍সব শুরু হয়ে যায়। শ্রাবণ পূর্ণিমার দিনেই পালিত হয় বাঙালি তথা গোটা ভারতের অত্যন্তু গুরুত্বপূর্ণ উত্‍সব। শাস্ত্র ও ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র ছাড়া শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে পবিত্র রাখী পূর্ণিমা পালিত হয়। এই বি্শেষ পূর্ণিমা বাংলায় রাখী পূর্ণিমায় বলা হলেও ভারতের বিভিন্ন জায়গায় এর রয়েছে নানা নাম।

1 / 10
কোথাও রক্ষাবন্ধন উত্‍সব, কোথাও আবার শ্রাবণী পূর্ণিমা, আবার কোথাও অবনী আবিত্তম, কোথাও আবার পবিত্রতা বলেও অভিহিত করা হয়। এই বিশেষ তিথিতে ভাইদের মঙ্গলকামনায় হাতে রাখি বাঁধা হয়ে থাকে। ফলে ভাই-বোনের সম্পর্কের অটুট বন্ধন রাখতে ও সম্মান জানাতে এই উত্‍সব পালন করা হয়ে থাকে। 

কোথাও রক্ষাবন্ধন উত্‍সব, কোথাও আবার শ্রাবণী পূর্ণিমা, আবার কোথাও অবনী আবিত্তম, কোথাও আবার পবিত্রতা বলেও অভিহিত করা হয়। এই বিশেষ তিথিতে ভাইদের মঙ্গলকামনায় হাতে রাখি বাঁধা হয়ে থাকে। ফলে ভাই-বোনের সম্পর্কের অটুট বন্ধন রাখতে ও সম্মান জানাতে এই উত্‍সব পালন করা হয়ে থাকে। 

2 / 10
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখী পূর্ণিমার দিনে ৬টি শুভ ও বিরল ঘটনা ঘটতে চলেছে। এমনকি এই যোগের কারণে ভাদ্রমাসের বিশেষ উত্‍সবের আনন্দটাই মাটি হয়েযেতে পারে। তবে বিশিষ্টদের মতে, অধিপতি ভাদ্রের প্রভাব পৃথিবীতে না পড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখী পূর্ণিমার দিনে ৬টি শুভ ও বিরল ঘটনা ঘটতে চলেছে। এমনকি এই যোগের কারণে ভাদ্রমাসের বিশেষ উত্‍সবের আনন্দটাই মাটি হয়েযেতে পারে। তবে বিশিষ্টদের মতে, অধিপতি ভাদ্রের প্রভাব পৃথিবীতে না পড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে।

3 / 10
ভাইবোনের সম্পর্কে যেন কোনও আঁচড় না পড়ে, সেদিকে খেয়াল রাখার জন্য কোন সময় ভাই বা দাদাকে রাখি বাঁধবেন, এদিন শুভ সময় কখন পালিত হবে, তা জেনে রাখা প্রয়োজন। 

ভাইবোনের সম্পর্কে যেন কোনও আঁচড় না পড়ে, সেদিকে খেয়াল রাখার জন্য কোন সময় ভাই বা দাদাকে রাখি বাঁধবেন, এদিন শুভ সময় কখন পালিত হবে, তা জেনে রাখা প্রয়োজন। 

4 / 10
এবছর রক্ষাবন্ধন কবে পালিত হবে? হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবার শ্রাবণ পূর্ণিমা তিথি  পালিত হবে ১৯ অগস্ট সোমবার। সকাল ৩টে ৪ মিনিট থেকে শুরু হবে।এদিন অগস্টের রাত ১১টা ৫৫ মিনিটে সমাপ্ত হবে। সূর্যোদয়ের তারিখের উপর ভিত্তি করে ১৯ অগস্ট পালিত হবে রক্ষাবন্ধন উৎসব।

এবছর রক্ষাবন্ধন কবে পালিত হবে? হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবার শ্রাবণ পূর্ণিমা তিথি  পালিত হবে ১৯ অগস্ট সোমবার। সকাল ৩টে ৪ মিনিট থেকে শুরু হবে।এদিন অগস্টের রাত ১১টা ৫৫ মিনিটে সমাপ্ত হবে। সূর্যোদয়ের তারিখের উপর ভিত্তি করে ১৯ অগস্ট পালিত হবে রক্ষাবন্ধন উৎসব।

5 / 10
এ বছর রাখী পূর্ণিমার দিন মোট ৬টি শুভ ও বিরল যোগ ঘটতে চলেছে। যার ফলে রাখী পূর্ণিমার দিন দ্বিগুণ শুভ হতে চলেছে। রাখীর দিন রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমার উপবাস ও স্নান, অন্যদিকে সবার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও শোভন যোগ গঠিত হতে চলেছে। 

এ বছর রাখী পূর্ণিমার দিন মোট ৬টি শুভ ও বিরল যোগ ঘটতে চলেছে। যার ফলে রাখী পূর্ণিমার দিন দ্বিগুণ শুভ হতে চলেছে। রাখীর দিন রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমার উপবাস ও স্নান, অন্যদিকে সবার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও শোভন যোগ গঠিত হতে চলেছে। 

6 / 10
রাখী পূর্ণিমার দিন রাজ পঞ্চক যোগ গঠিত হতে চলেছে। রাজ পঞ্চক সন্ধ্যে ৭টা থেকে পরের দিন ৫টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে। সোমবার থেকে শুরু হলে রাজ পঞ্চক যোগ অত্য়ন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের কারণে ধনসম্পত্তি ও সরকারি কাজে সাফল্য পেতে পারেন। 

রাখী পূর্ণিমার দিন রাজ পঞ্চক যোগ গঠিত হতে চলেছে। রাজ পঞ্চক সন্ধ্যে ৭টা থেকে পরের দিন ৫টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে। সোমবার থেকে শুরু হলে রাজ পঞ্চক যোগ অত্য়ন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের কারণে ধনসম্পত্তি ও সরকারি কাজে সাফল্য পেতে পারেন। 

7 / 10
শ্রাবণ সোমবার একটি শুভ দিন। এদিন শিবের আশীর্বাদ পেতে শিবভক্তরা উপবাস পালেন করে বাবার মাথয় জল ঢালেন। শ্রাবণ মাস শেষ হচ্ছে সোমবার করেই। শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের পুজো করা হলে ও উপবাস রাখলে মনোবাঞ্ছা পূরণ হতে পারে। 

শ্রাবণ সোমবার একটি শুভ দিন। এদিন শিবের আশীর্বাদ পেতে শিবভক্তরা উপবাস পালেন করে বাবার মাথয় জল ঢালেন। শ্রাবণ মাস শেষ হচ্ছে সোমবার করেই। শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের পুজো করা হলে ও উপবাস রাখলে মনোবাঞ্ছা পূরণ হতে পারে। 

8 / 10
শ্রাবণ পূর্ণিমা ও রাখি পূর্ণিমা একসঙ্গে পালিত হচ্ছে এবছর. এদিন উপবাস ও স্নান-দাম করলে পুণ্যলাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিন নিয়ম মেনে  পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করতে পারেন। এমনটা করা হলে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়া এদিন সর্বার্থ সিদ্ধি যোগও গঠিত হচ্ছে। 

শ্রাবণ পূর্ণিমা ও রাখি পূর্ণিমা একসঙ্গে পালিত হচ্ছে এবছর. এদিন উপবাস ও স্নান-দাম করলে পুণ্যলাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিন নিয়ম মেনে  পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করতে পারেন। এমনটা করা হলে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়া এদিন সর্বার্থ সিদ্ধি যোগও গঠিত হচ্ছে। 

9 / 10
আগামী ১৯ অগস্ট রক্ষাবন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১টা ৩২ মিনিট থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত। এ কারণে এ বছর রক্ষাবন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টারও বেশি। হাতে রয়েছে অনেকটা সময়। তাই এই শুভ সময়েই ভাইয়ের মঙ্গলকামনায় রাখি বাঁধতে পারেন। 

আগামী ১৯ অগস্ট রক্ষাবন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১টা ৩২ মিনিট থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত। এ কারণে এ বছর রক্ষাবন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টারও বেশি। হাতে রয়েছে অনেকটা সময়। তাই এই শুভ সময়েই ভাইয়ের মঙ্গলকামনায় রাখি বাঁধতে পারেন। 

10 / 10
Follow Us: