Raksha Bandhan 2024: রাখী পূর্ণিমায় বিরল ৬ শুভযোগ! ভাদ্রের এই উত্সব মাটি হওয়ার আগেই জেনে নিন সবচেয়ে শুভ সময়
Rakhi Purnima 2024: জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখী পূর্ণিমার দিনে ৬টি শুভ ও বিরল ঘটনা ঘটতে চলেছে। এমনকি এই যোগের কারণে ভাদ্রমাসের বিশেষ উত্সবের আনন্দটাই মাটি হয়েযেতে পারে। তবে বিশিষ্টদের মতে, অধিপতি ভাদ্রের প্রভাব পৃথিবীতে না পড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। ভাইবোনের সম্পর্কে যেন কোনও আঁচড় না পড়ে, সেদিকে খেয়াল রাখার জন্য কোন সময় ভাই বা দাদাকে রাখি বাঁধবেন, এদিন শুভ সময় কখন পালিত হবে, তা জেনে রাখা প্রয়োজন।
Most Read Stories