নাসার- দক্ষিণী স্টার নাসার বলিউডের এই ছবিতে অভিনয় করেন। নাসার বেশ জনপ্রিয় এক নাম। তবে তিনি সব থেকে কম পারিশ্রমিক নিয়েছেন এই ছবি করতে। মাত্র ৪৫ লাখ টাকা।
সত্যদেব কাঞ্চারান- দক্ষিণী স্টার সত্যদেব কাঞ্চারান এই ছবিতে এক অনবদ্য চরিত্রে অবিনয় করেন। তবে এই ছবি করতে তিনি কুব বেশি টাকা পকেটে ভরেননি। মাত্র ১ কোটিতেই তিনি রাজি।
নুসরত বারুচা- রাম সেতু ছবিতে নুসরত বারুচা এক গুরুত্বপূর্ণ ভুমিকাতে অভিনয় করেন। যেখানে তাঁকে অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকাতে দেখা যায়। এই ছবির জন্য তিনি পেয়েছিলেন মোট তিন কোটি টাকা।
জেনিফার- মডেলিং থেকে তাঁর কেরিয়ার শুরু। এই ছবিতে তিনি বেশ নজর কাড়ার মতো এক চরিত্রের মাধ্যমে আলোচনায় উঠে আসেন। তবে পারিশ্রমিক বাবদ নিয়েছিলেন ৭৫ লাখ টাকা।