
২০০১ উইম্বলডনের (Wimbledon) চতুর্থ রাউন্ড। পিট সাম্প্রাস সেরা ছন্দে। টানা চারটি উইম্বলডন জিতেছেন। সেই মঞ্চেই উত্থান ভবিষ্যৎ কিংবদন্তির। বছর ১৯-এর রজার ফেডেরার (Roger Federer) হারান সে সময়কার সেরা খেলোয়াড় পিট সাম্প্রাসকে। ম্যাচ শেষে তরুণ প্রতিপক্ষ প্রসঙ্গে সাম্প্রাস বলেছিলেন, 'অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে, তবে রজার বিশেষ প্রতিভাবান। আমার মতোই আবেগ দিয়ে খেলে।'(ছবি: টুইটার)

২০০৩ ফাইনাল। নিখুঁত টুর্নামেন্ট খেলে ফাইনালে উঠেছিলেন ফেডেরার। ফাইনালে মার্ক ফিলাপৌসিসকে স্ট্রেট সেটে হারান রজার। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন ২১ বছরের রজার ফেডেরার। (ছবি: টুইটার)

২০০৯ ফাইনাল। সামনে অ্যান্ডি রডিক। ২০০৪, ২০০৫ উইম্বলডন ফাইনালে রডিককে হারিয়েছিলেন। রডিক ভালো খেললেও ফেডেরারকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। পাঁচ সেটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ১৫ তম কেরিয়ার গ্র্যান্ড স্লাম ফেডেরারের। ছাপিয়ে যান পিট সাম্প্রাসকে। (ছবি: টুইটার)

২০১২ ফাইনাল। ব্রিটিশ খেলোয়াড় অ্যান্ডি মারের জন্য ঘরের মাঠের সমর্থন। প্রথম সেট হারেন ফেডেরার। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াননি। তৃতীয় সেটে ২০ মিনিটের গেমে মারের সার্ভিস ব্রেক করেছিলেন। চার সেটের ম্যাচ জিতে কেরিয়ারের কেরিয়ারের ১৭ তম গ্র্যান্ড স্লাম জয় ফেডেরারের। (ছবি: টুইটার)

২০০৮ ফাইনাল। টেনিস ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। রজার ফেডেরার বনাম রাফায়েল নাদাল। সেন্টার কোর্টে শ্বাস রুদ্ধকর ম্যাচ। টানা ষষ্ঠ উইম্বলডন জেতার লক্ষ্যে নেমেছিলেন ফেডেরার। প্রথম দু সেটে ৬-৪, ৬-৪'এ এগিয়ে যান রাফা। পরের দুটো সেটে দারুণ প্রত্যাবর্তন এবং জান লড়িয়ে দেওয়া। ফেডেরার ৭-৬, ৭-৬ এ জিতে পঞ্চম সেটে নিয়ে যান ম্যাচ। যদিও পঞ্চম সেটে ২২'র স্প্যানিশ তরুণ রাফায়েল নাদাল ৯-৭ জিতে চ্যাম্পিয়ন। স্কোর লাইন দিয়ে অবশ্য এই ম্যাচ বর্ণনা করা অসম্ভব। (ছবি: টুইটার)