Bangla NewsPhoto gallery Real Madrid beat Athletic Bilbao by Karim Benzema's only goal in La Liga
La Liga: বেঞ্জেমার একমাত্র গোলেই লিগ শীর্ষে রিয়াল মাদ্রিদ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 02, 2021 | 3:49 PM
লা লিগায় (La Liga) বুধবার সান্তিয়াগো বের্নাবৌতে রিয়াল মাদ্রিদের (Real Madrid) মুখে নেমেছিল পয়েন্ট টেবলের আট নম্বরে থাকা অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao)। করিম বেঞ্জেমার একমাত্র গোলের সুবাদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। এদিনের ম্যাচে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন মার্কো আসেনসিওরা। লা লিগায় এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে খেলেছেন লুকা মদ্রিচরা। যার মধ্যে ১১টিতে জয় ও ৩টিতে ড্র এবং ১টিতে হেরে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
Ad
1 / 4
ম্যাচের ৪০ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে একমাত্র গোলটি করেন করিম বেঞ্জেমা (Karim Benzema)।
2 / 4
দ্বিতায়ার্ধে ভালো চেষ্টা করলেও গোলের মুখ দেখতে পায়নি অ্যাথলেটিক বিলবাও।
3 / 4
চলতি মরসুমে লা লিগার (La Liga) সর্বোচ্চ গোলদাতা হলেন করিম বেঞ্জেমা।
4 / 4
লা লিগায় এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে খেলেছেন লুকা মদ্রিচরা। যার মধ্যে ১১টিতে জয় ও ৩টিতে ড্র এবং ১টিতে হেরে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।