TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 20, 2022 | 2:18 PM
এলচের (Elche) ঘরের মাঠে লা লিগার (La Liga) ম্যাচে নেমেছিল কার্লো আনচেলত্তির ছেলেরা। ৩-০ ব্যবধানে এলচেকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লা লিগায় জয়ের হ্যাটট্রিক হল করিম বেঞ্জেমাদের। (ছবি-লা লিগা টুইটার)
এলচের ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটের মাথায় বিপক্ষের জাল কাঁপান ফেডেরিকো ভালভার্দে (Federico Valverde)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)
১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। ৭৫ মিনিটের মাথায় রদ্রিগোর পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এ বারের ব্যালন ডি'অরজয়ী করিম বেঞ্জেমা (Karim Benzema)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)
৮৯ মিনিটের মাথায় রদ্রিগোর পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন মার্কো আসেনসিও (Marco Asensio)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)
১৯৯১-৯২ মরসুমের পর এ বার দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ লিগের প্রথম ছয়টি অ্যাওয়ে ম্যাচে জিতেছে। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)