Copa del Rey: বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 04, 2022 | 6:57 PM

কোপা দেল রে (Copa del Rey)-এর কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের (Athletic Bilbao) কাছে ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল বিলবাও। কিন্তু গোলের দেখা মেলেনি লুকা মদ্রিচদের। ম্যাচের ৮৯ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নামা অ্যালেক্স বারেনগুয়ার রেমিরোর (Alejandro Berenguer Remiro) একমাত্র গোলে সেমিফাইনালে পৌঁছে গেল বিলবাও।

1 / 4
করিম বেঞ্জেমার অনুপস্থিতিতে লুকা মদ্রিচ-ভিনিসিয়াস জুনিয়ররা নিজেদের দাপট দেখানো শুরু করলেও, শেষ অবধি গোলের দেখা পাননি। (ছবি-টুইটার)

করিম বেঞ্জেমার অনুপস্থিতিতে লুকা মদ্রিচ-ভিনিসিয়াস জুনিয়ররা নিজেদের দাপট দেখানো শুরু করলেও, শেষ অবধি গোলের দেখা পাননি। (ছবি-টুইটার)

2 / 4
অ্যাথলেটিক বিলবাও-রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (ছবি-টুইটার)

অ্যাথলেটিক বিলবাও-রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (ছবি-টুইটার)

3 / 4
ম্যাচের ৮৯ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নামা অ্যালেক্স বারেনগুয়ার রেমিরো (Alejandro Berenguer Remiro) বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করেন। (ছবি-টুইটার)

ম্যাচের ৮৯ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নামা অ্যালেক্স বারেনগুয়ার রেমিরো (Alejandro Berenguer Remiro) বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করেন। (ছবি-টুইটার)

4 / 4
অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে-র যাত্রা শেষ হল রিয়াল মাদ্রিদের। (ছবি-টুইটার)

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে-র যাত্রা শেষ হল রিয়াল মাদ্রিদের। (ছবি-টুইটার)

Next Photo Gallery
Eye Cataracts: চোখে ছানি পড়েছে কি না বুঝবেন কীভাবে? বোঝার পর কীভাবে চিকিৎসা করবেন?
Cancer in India: ব্রেস্ট থেকে ব্লাড ক্যানসার, কোন কোন কর্কট রোগের কারণে দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি?