Realme Pad X: রিয়েলমির আসন্ন ট্যাবের সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশনগুলো দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 25, 2022 | 6:40 AM

Realme Pad X: আগামী ২৬ মে চিনে লঞ্চ হতে চলেছে Realme Pad X। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ট্যাবের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

1 / 6
আগামী ২৬ মে চিনে লঞ্চ হতে চলেছে Realme Pad X। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ট্যাবের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি এই ট্যাবের ডিজাইন অর্থাৎ Realme Pad X কেমন দেখতে হবে তার সম্পর্কেও ধারণা করা সম্ভব হয়েছে। একনজরে Realme Pad X-এর সেই সমস্ত সম্ভাব্য ফিচার, স্পেসিফিকেশন ও ডিজাইন দেখে নেওয়া যাক।

আগামী ২৬ মে চিনে লঞ্চ হতে চলেছে Realme Pad X। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ট্যাবের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি এই ট্যাবের ডিজাইন অর্থাৎ Realme Pad X কেমন দেখতে হবে তার সম্পর্কেও ধারণা করা সম্ভব হয়েছে। একনজরে Realme Pad X-এর সেই সমস্ত সম্ভাব্য ফিচার, স্পেসিফিকেশন ও ডিজাইন দেখে নেওয়া যাক।

2 / 6
বলা হচ্ছে, Realme Pad X এই ট্যাবে থাকতে পারে ১১ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে। তার মধ্যে থাকতে পারে ব্লু লাইট প্রোটেকশন সার্টিফিকেট। এছাড়াও এই ট্যাবে ৮৩৪০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে। 

বলা হচ্ছে, Realme Pad X এই ট্যাবে থাকতে পারে ১১ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে। তার মধ্যে থাকতে পারে ব্লু লাইট প্রোটেকশন সার্টিফিকেট। এছাড়াও এই ট্যাবে ৮৩৪০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে। 

3 / 6
Realme Pad X-এর বেশ কিছু স্পেসিফিকেশন চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো-তে প্রকাশ করেছেন রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট Xu Qi Chase। তিনি জানিয়েছেন রিয়েলমির আসন্ন এই ট্যাবে একটি আলট্রা ক্লিয়ার লার্জ স্ক্রিন থাকবে যেখানে ২কে রেসজোলিউশনের ছবি দেখা যাবে।

Realme Pad X-এর বেশ কিছু স্পেসিফিকেশন চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো-তে প্রকাশ করেছেন রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট Xu Qi Chase। তিনি জানিয়েছেন রিয়েলমির আসন্ন এই ট্যাবে একটি আলট্রা ক্লিয়ার লার্জ স্ক্রিন থাকবে যেখানে ২কে রেসজোলিউশনের ছবি দেখা যাবে।

4 / 6
এছাড়াও Realme Pad X ট্যাবে থাকতে পারে চারটি স্পিকার। তার মধ্যে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ট্যাবের স্ক্রিনে থাকবে অ্যান্টি ব্লু লাইট ফিচার। ইউজারের চোখের সুরক্ষার জন্য এই ফিচার থাকতে পারে। German Rheinland's eye protection certification সাপোর্ট থাকতে পারে এই ডিসপ্লের উপর। 

এছাড়াও Realme Pad X ট্যাবে থাকতে পারে চারটি স্পিকার। তার মধ্যে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ট্যাবের স্ক্রিনে থাকবে অ্যান্টি ব্লু লাইট ফিচার। ইউজারের চোখের সুরক্ষার জন্য এই ফিচার থাকতে পারে। German Rheinland's eye protection certification সাপোর্ট থাকতে পারে এই ডিসপ্লের উপর। 

5 / 6
Realme Pad X এক সপ্তাহ চার্জ না দিয়েও চালু রাখা যাবে বলে দাবি করেছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। অ্যাপেল আইপ্যাডের মতো রিয়েলমির আসন্ন ট্যাবেও ভিডিয়ো কলের জন্য থাকতে পারে portrait centering function। এর সাহায্যে একই স্ক্রিনে একাধিক লোককে ভিডিয়ো কলের সময় দেখতে অসুবিধা হবে না। 

Realme Pad X এক সপ্তাহ চার্জ না দিয়েও চালু রাখা যাবে বলে দাবি করেছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। অ্যাপেল আইপ্যাডের মতো রিয়েলমির আসন্ন ট্যাবেও ভিডিয়ো কলের জন্য থাকতে পারে portrait centering function। এর সাহায্যে একই স্ক্রিনে একাধিক লোককে ভিডিয়ো কলের সময় দেখতে অসুবিধা হবে না। 

6 / 6
রিয়েলমির এই ট্যাব fluorescent green রঙে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ট্যাবে থাকতে পারে stylus সাপোর্ট। তবে এর দাম কত হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বিশ্বের অন্যান্য দেশ এবং ভারতে রিয়েলমির এই ট্যাব লঞ্চ হবে কিনা তাও সঠিকভাবে জানা যায়নি।

রিয়েলমির এই ট্যাব fluorescent green রঙে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ট্যাবে থাকতে পারে stylus সাপোর্ট। তবে এর দাম কত হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বিশ্বের অন্যান্য দেশ এবং ভারতে রিয়েলমির এই ট্যাব লঞ্চ হবে কিনা তাও সঠিকভাবে জানা যায়নি।

Next Photo Gallery