Recruitment in Apple: Apple-এ কাজ করতে আগ্রহী? দেশেই মিলবে কাজের সুযোগ

Recruitment in Apple: ভারতের স্টোরের জন্য কর্মী নিয়োগ করছে অ্যাপল। কীভাবে করবেন আবেদন তা অ্যাপলের সাইটে গিয়ে জেনে নিন।

| Edited By: | Updated on: Jan 11, 2023 | 11:58 PM
ভারতে 'রিটেইল স্টোর' খুলছে  অ্যাপল কোম্পানি (Apple Inc)। আর তাতেই কর্মসংস্থানের সুযোগ খুলে গিয়েছে দেশে।

ভারতে 'রিটেইল স্টোর' খুলছে অ্যাপল কোম্পানি (Apple Inc)। আর তাতেই কর্মসংস্থানের সুযোগ খুলে গিয়েছে দেশে।

1 / 5
ফিন্যান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, এই স্টোরের জন্য কর্মী নিয়োগ শুরু করেছে Apple Inc.। এছাড়াও আরও অন্যান্য় পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

ফিন্যান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, এই স্টোরের জন্য কর্মী নিয়োগ শুরু করেছে Apple Inc.। এছাড়াও আরও অন্যান্য় পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

2 / 5
 Apple-র ওয়েবসাইটে গেলে সেখানেও বর্তমানে ভারতে নিয়োগের শতাধিক শূন্যপদ দেখাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় টেকনিক্যাল স্পেশ্য়ালিস্ট, অপারেশন এক্সপার্ট সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তাই ইচ্ছুক প্রার্থীরা Apple-র  অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে গিয়ে এই পদে নিয়োগের বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

Apple-র ওয়েবসাইটে গেলে সেখানেও বর্তমানে ভারতে নিয়োগের শতাধিক শূন্যপদ দেখাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় টেকনিক্যাল স্পেশ্য়ালিস্ট, অপারেশন এক্সপার্ট সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তাই ইচ্ছুক প্রার্থীরা Apple-র অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে গিয়ে এই পদে নিয়োগের বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

3 / 5
রিটেইল স্টোরে কর্মী নিয়োগের অপশন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। গত শনিবারই এই শূন্যপদের বিষয়ে ওয়েবসাইটে জানায় সংস্থা।

রিটেইল স্টোরে কর্মী নিয়োগের অপশন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। গত শনিবারই এই শূন্যপদের বিষয়ে ওয়েবসাইটে জানায় সংস্থা।

4 / 5
মুম্বই, নয়া দিল্লি সহ দেশের একাধিক জায়গায় Apple-র এই স্টোরে কর্মী নিয়োগ করা হবে।

মুম্বই, নয়া দিল্লি সহ দেশের একাধিক জায়গায় Apple-র এই স্টোরে কর্মী নিয়োগ করা হবে।

5 / 5
Follow Us: