33,999 টাকার নতুন Redmi ফোন মাত্র 7,999 টাকায়, 200MP ক্যামেরা, Flipkart-এ অবিশ্বাস্য ছাড়

Redmi Note 12 Pro Plus 5G Offer: সদ্য লঞ্চ হওয়া রেডমি ফোনের উপরে বিরাট ছাড় মিলছে Flipkart-এ। 22,000 টাকা পর্যন্ত একটা ফোনে ছাড় মানে ভাবা যায়! আপনি তাই-ই পেয়ে যাবেন। কীভাবে, জেনে নিন।

| Edited By: | Updated on: Feb 04, 2023 | 8:57 PM
Redmi Note 12 Pro Plus 5G ফোনটি ভারতে খুব সম্প্রতি লঞ্চ হয়েছে। তবে সেই ফোনই Flipkart-এ এতটাই কম দামে হাজির হয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন! আপনি যদি একটি নতুন ফোন এবং সর্বোপরি একটি 5G স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে Redmi Note 12 Pro Plus 5G আপনার জন্য দুর্দান্ত অপশন হতে পারে।

Redmi Note 12 Pro Plus 5G ফোনটি ভারতে খুব সম্প্রতি লঞ্চ হয়েছে। তবে সেই ফোনই Flipkart-এ এতটাই কম দামে হাজির হয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন! আপনি যদি একটি নতুন ফোন এবং সর্বোপরি একটি 5G স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে Redmi Note 12 Pro Plus 5G আপনার জন্য দুর্দান্ত অপশন হতে পারে।

1 / 8
এমনিতে মার্কেটে Redmi Note 12 Pro Plus 5G প্রিমিয়াম হ্যান্ডসেটটির দাম 33,999 টাকা। তবে এই ফোনই আপনি Flipkart থেকে পেয়ে যেতে পারেন মাত্র 8,000 টাকায়। ই-কমার্স প্ল্যাটফর্মটি এই ফোনের উপরে এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্যাঙ্ক-সহ নানাবিধ অফার দিচ্ছে। এখন কত দামে এই ফোনটি আপনি পাবেন, তাই একবার দেখে নেওয়া যাক।

এমনিতে মার্কেটে Redmi Note 12 Pro Plus 5G প্রিমিয়াম হ্যান্ডসেটটির দাম 33,999 টাকা। তবে এই ফোনই আপনি Flipkart থেকে পেয়ে যেতে পারেন মাত্র 8,000 টাকায়। ই-কমার্স প্ল্যাটফর্মটি এই ফোনের উপরে এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্যাঙ্ক-সহ নানাবিধ অফার দিচ্ছে। এখন কত দামে এই ফোনটি আপনি পাবেন, তাই একবার দেখে নেওয়া যাক।

2 / 8
Redmi Note 12 Pro Plus 5G ফোনের উপরে 11% ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছে ফ্লিপকার্টে। সেই ফ্ল্যাট ডিসকাউন্টের পরে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 29,999 টাকা। তারপরেও আপনি ফোনটির দাম আরও কম করতে পারবেন। কীভাবে?

Redmi Note 12 Pro Plus 5G ফোনের উপরে 11% ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছে ফ্লিপকার্টে। সেই ফ্ল্যাট ডিসকাউন্টের পরে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 29,999 টাকা। তারপরেও আপনি ফোনটির দাম আরও কম করতে পারবেন। কীভাবে?

3 / 8
এখন স্মার্টফোনে সবথেকে বড় অফার কীসে মেলে তা বোধহয় সকলেরই জানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সদ্য লঞ্চ হওয়া Redmi Note 12 Pro Plus 5G-র উপরেও থাকছে 22,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ফলে, এক্সচেঞ্জ অফারের জন্য আপনি ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র 7,999 টাকায়। তবে সেই এক্সচেঞ্জ অফারটি পেতে গেলে আপনার ফোনের অবস্থা অত্যন্ত ভাল হতে হবে।

এখন স্মার্টফোনে সবথেকে বড় অফার কীসে মেলে তা বোধহয় সকলেরই জানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সদ্য লঞ্চ হওয়া Redmi Note 12 Pro Plus 5G-র উপরেও থাকছে 22,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ফলে, এক্সচেঞ্জ অফারের জন্য আপনি ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র 7,999 টাকায়। তবে সেই এক্সচেঞ্জ অফারটি পেতে গেলে আপনার ফোনের অবস্থা অত্যন্ত ভাল হতে হবে।

4 / 8
এখানেই অফারের শেষ নয়। Flipkart Axis Bank কার্ড ব্যবহারে আপনি আরও কম দামে এই ফোনটি পেয়ে যেতে পারেন। আপনার কাছে এই কার্ড থাকলে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। অন্য দিকে ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজ়াকশন করলে পেয়ে যাবেন 2,500 টাকার অতিরিক্ত ছাড়।

এখানেই অফারের শেষ নয়। Flipkart Axis Bank কার্ড ব্যবহারে আপনি আরও কম দামে এই ফোনটি পেয়ে যেতে পারেন। আপনার কাছে এই কার্ড থাকলে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। অন্য দিকে ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজ়াকশন করলে পেয়ে যাবেন 2,500 টাকার অতিরিক্ত ছাড়।

5 / 8
Redmi Note 12 Pro Plus 5G ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই OLED ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz, অ্যাসপেক্ট রেশিও 1080x2400 পিক্সেলস এবং কর্নিং গোরিলা 5 দ্বারা সুরক্ষিত এই গ্লাস। ফোনের পিছনেও গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে, যে কারণে এই Redmi হ্যান্ডসেটটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে।

Redmi Note 12 Pro Plus 5G ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই OLED ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz, অ্যাসপেক্ট রেশিও 1080x2400 পিক্সেলস এবং কর্নিং গোরিলা 5 দ্বারা সুরক্ষিত এই গ্লাস। ফোনের পিছনেও গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে, যে কারণে এই Redmi হ্যান্ডসেটটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে।

6 / 8
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটি চালনার জন্য Android 12 ভিত্তিক MIUI 13 অপারেটিং সিস্টেম রয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটি চালনার জন্য Android 12 ভিত্তিক MIUI 13 অপারেটিং সিস্টেম রয়েছে।

7 / 8
200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে রেডমি ফোনটিতে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Redmi Note 12 Pro Plus 5G ফোনে একটি 8MP আলট্রাওয়াইড এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও রয়েছে এই ফোনে।

200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে রেডমি ফোনটিতে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Redmi Note 12 Pro Plus 5G ফোনে একটি 8MP আলট্রাওয়াইড এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও রয়েছে এই ফোনে।

8 / 8
Follow Us: