Bangla NewsPhoto gallery Reigning champions France narrowly avoided Nations League relegation despite defeat by Denmark, who missed out on a place in next year's finals
UEFA Nations League: ডেনমার্কের কাছে হার, মূলপর্বে যেতে ব্যর্থ ফ্রান্স
উয়েফা নেশন্স লিগের মূল পর্বে যেতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ডেনমার্কের কাছে ০-২ হার ফ্রান্সের। কোনও রকমে গ্রুপ এ থেকে অবনমন বাঁচল ফ্রান্সের। এ-১ গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল ফ্রান্স। ক্রোয়েশিয়া শীর্ষে থেকে মূলপর্বে জায়গা করে নিল। গ্রুপ এ থেকে বি-তে অবনমন অস্ট্রিয়ার।