Jio Plans 2023: আনলিমিটেড কলিং, রোজ 2.5GB ডেটা, নতুন বছরে কম খরচে Reliance Jio-র সেরা 6 প্ল্যান
TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়
Jan 07, 2023 | 10:26 AM
Reliance Jio-র বেশ কিছু প্ল্যান খুবই জনপ্রিয়, যেগুলি ইউজাররা সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করেন। 2023 সালে এমনই কিছু Jio প্ল্যান সম্পর্কে জেনে নিন, যেগুলি আপনার জন্য খুবই সুবিধার হতে পারে।
1 / 7
Reliance Jio-র ঝুলিতে অসংখ্য রিচার্জ প্ল্যান রয়েছে তার প্রিপেড কাস্টমারদের জন্য। কলিং, SMS, ডেটা বেনিফিট সহ আরও একাধিক অফারে গ্রাহকদের চাহিদা মেটানো হয় সেই সব জিও প্ল্যানে। কিছু প্ল্যানে আবার আনলিমিটেড কলিং এবং একাধিক OTT প্ল্যাটফর্মও অফার করা হয়। এহেন Jio-র বেশ কিছু প্ল্যান খুবই জনপ্রিয়, যেগুলি ইউজাররা খুবই ব্যবহার করেন। 2023 সালে এমনই কিছু Jio প্ল্যান সম্পর্কে জেনে নিন, যেগুলি আপনার জন্য খুবই সুবিধার হতে পারে।
2 / 7
Jio 299 টাকার প্ল্যান: এই প্ল্যানে Jio ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি করে SMS এবং 2GB করে ডেটা অফার করা হয়। প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আর সেই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে গ্রাহকরা মোট 56GB ইন্টারনেট পেয়ে যান। প্ল্যানটিতে গ্রাহকদের সমস্ত Jio Apps-এর কমপ্লিমেন্টারি অ্যাক্সেস অফার করা হয়।
3 / 7
Jio 666 টাকার প্ল্যান: এই Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগও। প্ল্যানটির আকর্ষণীয় দিক হল তার লম্বা সময়ের ভ্যালিডিটি। এই প্ল্যানের বৈধতা 84 দিন। সমস্ত Jio Apps সম্পূর্ণ বিনামূল্যেই অফার করা হয় গ্রাহকদের।
4 / 7
Jio 719 টাকার প্ল্যান: এই Jio প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন। প্রতিদিন প্ল্যানটিতে গ্রাহকদের 2GB করে ডেটা অফার করা হয়। পাশাপাশি প্রতিদিন 100টি করে SMS, আনলিমিটেড কলিংয়ের অফারও পেয়ে যান গ্রাহকরা। অন্যান্য প্ল্যানগুলির মতো এই 719 টাকার জিও প্ল্যানেও গ্রাহকদের সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হয়।
5 / 7
Jio 749 টাকার প্ল্যান: এই প্রিপেড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে দেওয়া হয়। অন্যান্য প্ল্যানের মতোই রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টা করে SMS এবং কমপ্লিমেন্টারি জিও অ্যাপস ব্যবহারের সুবিধাও। এই Jio প্ল্যানটি একবার রিচার্জের পর 90 দিনের জন্য বৈধ।
6 / 7
Jio 2023 টাকার প্ল্যান: গত বছরের ঠিক শেষ দিকে এই 2023 টাকার প্ল্যানটি চালু করে Jio। এই প্ল্যানের মেয়াদ 252 দিন। প্রতিদিন প্ল্যানটিতে 2.5GB করে ডেটা অফার করা হয়। সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে গ্রাহকরা মোট 630GB ইন্টারনেট পেয়ে যান। এছাড়া আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টা SMS এবং সমস্ত জিও অ্যাপসের ফ্রি অ্যাক্সেসও পেয়ে যান গ্রাহকরা।
7 / 7
Jio 2999 টাকার প্ল্যান: এই 2999 টাকার প্ল্যানে একটি বিশেষ অফার দেয় Jio। এক বছর অর্থাৎ 365 দিন ভ্যালিডিটির পাশাপাশি 23 দিন বাড়িয়েও নিতে পারেন গ্রাহকরা। প্রতিদিন এই প্ল্যানে 2.5GB করে ডেটা অফার করা হয়। সব মিলিয়ে প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যান 912.5GB ডেটা। জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিওরিটি, জিও ক্লাউডের মতো একাধিক অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হয় গ্রাহকদের।