AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JioPhone Next: ইএমআই ছাড়া জিওফোন নেক্সটের দাম কত? কী ধরনের ইএমআই অপশনই বা রয়েছে এই ফোনে?

জিওফন নেক্সট কেনার ক্ষেত্রে ইএমআই অপশন যেমন রয়েছে, তেমনই ইএমআই দিয়েও এই ফোন কেনা যাবে। জেনে নিন খুঁটিনাটি বিস্তারিত বিবরণ।

| Edited By: | Updated on: Oct 30, 2021 | 10:29 PM
Share
সম্প্রতি জিওফোন নেক্সটের দাম ঘোষণা করা হয়েছে। ইএমআই ছাড়া এই ফোনের দাম ৬৪৯৯ টাকা। আর ইএমআই দিয়ে এই ফোনের দাম ৮৮০০ টাকা। দাম ঘোষণার আগে শোনা গিয়েছিল জিওফোন নেক্সটের দাম ৩৪৯৯ টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবে তা হয়নি।

সম্প্রতি জিওফোন নেক্সটের দাম ঘোষণা করা হয়েছে। ইএমআই ছাড়া এই ফোনের দাম ৬৪৯৯ টাকা। আর ইএমআই দিয়ে এই ফোনের দাম ৮৮০০ টাকা। দাম ঘোষণার আগে শোনা গিয়েছিল জিওফোন নেক্সটের দাম ৩৪৯৯ টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবে তা হয়নি।

1 / 7
জিওফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের কোথায় কত টাকা কীভাবে দিতে হবে, কোথা থেকে কী দামে ফোন কিনতে পারবেন, সেই সমস্ত খুঁটিনাটি দেখে নেওয়া প্রয়োজন।

জিওফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের কোথায় কত টাকা কীভাবে দিতে হবে, কোথা থেকে কী দামে ফোন কিনতে পারবেন, সেই সমস্ত খুঁটিনাটি দেখে নেওয়া প্রয়োজন।

2 / 7
জিওমার্ট ডিজিটাল স্টোরে জিওফোন নেক্সটের দাম ৬৪৯৯ টাকা। এক্ষেত্রে কোনও অতিরিক্ত ছাড়া বা ইএমআই- এর অপশন নেই।

জিওমার্ট ডিজিটাল স্টোরে জিওফোন নেক্সটের দাম ৬৪৯৯ টাকা। এক্ষেত্রে কোনও অতিরিক্ত ছাড়া বা ইএমআই- এর অপশন নেই।

3 / 7
১৮ বা ২৪ মাসের ইএমআই দিয়ে জিওফোন নেক্সট কেনার সুযোগ পাবেন ক্রেতারা। তবে এক্ষেত্রে ৫০১ টাকা অতিরিক্ত প্রসেসিং ফি লাগবে। এছাড়াও একটি নির্দিষ্ট জিও ডেটা প্ল্যান গ্রাহকদের জন্য লক করে দেওয়া হবে।

১৮ বা ২৪ মাসের ইএমআই দিয়ে জিওফোন নেক্সট কেনার সুযোগ পাবেন ক্রেতারা। তবে এক্ষেত্রে ৫০১ টাকা অতিরিক্ত প্রসেসিং ফি লাগবে। এছাড়াও একটি নির্দিষ্ট জিও ডেটা প্ল্যান গ্রাহকদের জন্য লক করে দেওয়া হবে।

4 / 7
১৮ মাসের ইএমআই- এর ক্ষেত্রে জিওফোন কেনার বেসিক প্ল্যানের খরচ ৮৮০০ টাকা। এক্ষেত্রে ক্রেতাদের প্রথম ২৫০০ টাকা দিতে হবে। এর মধ্যে ১৯৯৯ টাকা ডাউন পেমেন্ট আর ৫০১ টাকার প্রসেসিং ফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ১৮ মাসের জন্য ৩৫০ টাকার প্ল্যানের সাবস্ক্রিপশন করতে হবে। অর্থাৎ প্রথমে সব মিলিয়ে ২৮৫০ টাকা দিতে হবে গ্রাহককে। দ্বিতীয় মাস থেকে কেবল ৩৫০ টাকা দিতে হবে। এই প্ল্যানের মাধ্যমে ক্রেতা প্রতি মাসে ৫ জিবি সেটা এবং ১০০ মিনিট ফ্রি টকটাইম পাবেন।

১৮ মাসের ইএমআই- এর ক্ষেত্রে জিওফোন কেনার বেসিক প্ল্যানের খরচ ৮৮০০ টাকা। এক্ষেত্রে ক্রেতাদের প্রথম ২৫০০ টাকা দিতে হবে। এর মধ্যে ১৯৯৯ টাকা ডাউন পেমেন্ট আর ৫০১ টাকার প্রসেসিং ফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ১৮ মাসের জন্য ৩৫০ টাকার প্ল্যানের সাবস্ক্রিপশন করতে হবে। অর্থাৎ প্রথমে সব মিলিয়ে ২৮৫০ টাকা দিতে হবে গ্রাহককে। দ্বিতীয় মাস থেকে কেবল ৩৫০ টাকা দিতে হবে। এই প্ল্যানের মাধ্যমে ক্রেতা প্রতি মাসে ৫ জিবি সেটা এবং ১০০ মিনিট ফ্রি টকটাইম পাবেন।

5 / 7
২৪ মাসের ইএমআই- এর ক্ষেত্রে জিওফোন কেনার প্ল্যানের মোট খরচ ৯৭০০ টাকা। এক্ষেত্রে ক্রেতাদের প্রথম ২৫০০ টাকা দিতে হবে। এর মধ্যে ১৯৯৯ টাকা ডাউন পেমেন্ট আর ৫০১ টাকার প্রসেসিং ফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ১৮ মাসের জন্য ৩০০ টাকার প্ল্যানের সাবস্ক্রিপশন করতে হবে। অর্থাৎ প্রথমে সব মিলিয়ে ২৮০০ টাকা দিতে হবে গ্রাহককে। দ্বিতীয় মাস থেকে কেবল ৩৫০ টাকা দিতে হবে। এই প্ল্যানের মাধ্যমে ক্রেতা প্রতি মাসে ৫ জিবি সেটা এবং ১০০ মিনিট ফ্রি টকটাইম পাবেন।

২৪ মাসের ইএমআই- এর ক্ষেত্রে জিওফোন কেনার প্ল্যানের মোট খরচ ৯৭০০ টাকা। এক্ষেত্রে ক্রেতাদের প্রথম ২৫০০ টাকা দিতে হবে। এর মধ্যে ১৯৯৯ টাকা ডাউন পেমেন্ট আর ৫০১ টাকার প্রসেসিং ফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ১৮ মাসের জন্য ৩০০ টাকার প্ল্যানের সাবস্ক্রিপশন করতে হবে। অর্থাৎ প্রথমে সব মিলিয়ে ২৮০০ টাকা দিতে হবে গ্রাহককে। দ্বিতীয় মাস থেকে কেবল ৩৫০ টাকা দিতে হবে। এই প্ল্যানের মাধ্যমে ক্রেতা প্রতি মাসে ৫ জিবি সেটা এবং ১০০ মিনিট ফ্রি টকটাইম পাবেন।

6 / 7
জিওফোন নেক্সট ভারতের চিপেস্ট ফোন নয়। স্যাম গ্যালাক্সির একটি ফোনের দাম জিওফোন নেক্সটের তুলনায় বেশ কিছুটা কম।

জিওফোন নেক্সট ভারতের চিপেস্ট ফোন নয়। স্যাম গ্যালাক্সির একটি ফোনের দাম জিওফোন নেক্সটের তুলনায় বেশ কিছুটা কম।

7 / 7