Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandali Sinha: প্রথম ছবিতে বাজিমাত, তারপরেই ভরাডুবি… ‘তুম বিন’-এর পিয়া এখন কী করেন?

Sandali Sinha: কোথায় হারিয়ে গিলেন সান্দলি? কী করে এখন? কেমনই বা দেখতে এখন তাঁকে?

| Edited By: | Updated on: Jun 20, 2022 | 8:11 PM
রাতারাতি কেড়ে নিয়েছিলেন লাইমলাইট। ২০০১ সালে ছবি মুক্তি পেতেই তাঁকে নিয়েই চর্চা ছিল তুঙ্গে, কিন্তু ভাগ্য বোধহয় সে সময় সহায় ছিল না তাঁর। ছবি জাতীয় পুরস্কার পেলেও তিনি হারিয়ে গেলেন গ্ল্যামার জগতের ঝলকানিতে। কথা হচ্ছে তুম বিন ছবির পিয়া ওরফে সান্দলি সিনহা। কোথায় হারিয়ে গিলেন সান্দলি? কী করে এখন? কেমনই বা দেখতে এখন তাঁকে?

রাতারাতি কেড়ে নিয়েছিলেন লাইমলাইট। ২০০১ সালে ছবি মুক্তি পেতেই তাঁকে নিয়েই চর্চা ছিল তুঙ্গে, কিন্তু ভাগ্য বোধহয় সে সময় সহায় ছিল না তাঁর। ছবি জাতীয় পুরস্কার পেলেও তিনি হারিয়ে গেলেন গ্ল্যামার জগতের ঝলকানিতে। কথা হচ্ছে তুম বিন ছবির পিয়া ওরফে সান্দলি সিনহা। কোথায় হারিয়ে গিলেন সান্দলি? কী করে এখন? কেমনই বা দেখতে এখন তাঁকে?

1 / 7
সান্দলির জন্ম ১৯৭৩ সালের ১১ জানুয়ারি। বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনার অফিসার। কিন্তু হঠাৎই মৃত্যু হয় তাঁর। বাণিজ্যে স্নাতক পাশ করে হঠাৎই সান্দলি ঠিক করেন গ্ল্যামার জগতের অংশ হবেন তিনি। সেই মতো ভর্তি হন কিশোর নমিত কপূরের অ্যাক্টিং স্কুলে।

সান্দলির জন্ম ১৯৭৩ সালের ১১ জানুয়ারি। বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনার অফিসার। কিন্তু হঠাৎই মৃত্যু হয় তাঁর। বাণিজ্যে স্নাতক পাশ করে হঠাৎই সান্দলি ঠিক করেন গ্ল্যামার জগতের অংশ হবেন তিনি। সেই মতো ভর্তি হন কিশোর নমিত কপূরের অ্যাক্টিং স্কুলে।

2 / 7
এমন সময়েই সোনু নিগম ‘দিওয়ানা’ নামে এক মিউজিক ভিডিয়ো বানাচ্ছিলেন। খুঁজছিলেন নতুন মুখ। ব্যস, ভাগ্যের চাকা আচমকাই ঘুরে যায় সান্দলির। তাঁর কাছে অফার যায়। ওই ভিডিয়োর পরিচালক ছিলেন অনুভব সিনহা। সান্দলির কাজ তাঁর বেজায় পছন্দ হয়। তিনি ঠিক করেন পরের এক পূর্ণ দৈর্ঘ্য ছবির জন্য নায়িকা হিসেবে নেবেন এই নবাগতাকেই।

এমন সময়েই সোনু নিগম ‘দিওয়ানা’ নামে এক মিউজিক ভিডিয়ো বানাচ্ছিলেন। খুঁজছিলেন নতুন মুখ। ব্যস, ভাগ্যের চাকা আচমকাই ঘুরে যায় সান্দলির। তাঁর কাছে অফার যায়। ওই ভিডিয়োর পরিচালক ছিলেন অনুভব সিনহা। সান্দলির কাজ তাঁর বেজায় পছন্দ হয়। তিনি ঠিক করেন পরের এক পূর্ণ দৈর্ঘ্য ছবির জন্য নায়িকা হিসেবে নেবেন এই নবাগতাকেই।

3 / 7
ব্যস, 'তুম বিন' ছবির পিয়া হওয়ার অফার পান সান্দলি। তাঁর মায়াবী চোখ, মিষ্টি হাসির প্রেমে পড়ে যায় আট থেকে আশি। হিট হয় ছবিটিও। সান্দলির কাছেও অফার আসতে থাকে একের পর এক। তাঁর পরের ছবি 'পিঞ্জর' মুক্তি পায় ২০০৩ সালে। ছবিটিতে অভিনয় করেছিলেন তাবড় তাবড় সব অভিনেতা। সমালোচকদের আয়নায় সেই ছবি প্রশংসিত হলেও বক্স অফিসে হিটের তকমা মেলে না। তবে ছবির ভাগ্যে জোটে জাতীয় পুরস্কার।

ব্যস, 'তুম বিন' ছবির পিয়া হওয়ার অফার পান সান্দলি। তাঁর মায়াবী চোখ, মিষ্টি হাসির প্রেমে পড়ে যায় আট থেকে আশি। হিট হয় ছবিটিও। সান্দলির কাছেও অফার আসতে থাকে একের পর এক। তাঁর পরের ছবি 'পিঞ্জর' মুক্তি পায় ২০০৩ সালে। ছবিটিতে অভিনয় করেছিলেন তাবড় তাবড় সব অভিনেতা। সমালোচকদের আয়নায় সেই ছবি প্রশংসিত হলেও বক্স অফিসে হিটের তকমা মেলে না। তবে ছবির ভাগ্যে জোটে জাতীয় পুরস্কার।

4 / 7
এর পরে আরও বেশ কিছু ছবির অফার যায় সান্দলির কাছে। তিনি অভিনয়ও করেন। কিন্তু 'তুম বিন' গার্ল হয়েই থেকে যাচ্ছিলেন তিনি। তাঁর নামের সঙ্গে পরিচিত হচ্ছিলেন না দর্শক, ছবিগুলিও যে খুব হিট হচ্ছিল এমনটা বলা চলে না। পাল্লা দিয়ে বাড়ছিল প্রতিযোগিতাও। একদিকে ঐশ্বর্যা রাই বচ্চন, অন্যদিকে রানি-প্রীতি। নাম-খ্যাতি যেন অধরাই রয়ে যাচ্ছিল তাঁর কাছে।

এর পরে আরও বেশ কিছু ছবির অফার যায় সান্দলির কাছে। তিনি অভিনয়ও করেন। কিন্তু 'তুম বিন' গার্ল হয়েই থেকে যাচ্ছিলেন তিনি। তাঁর নামের সঙ্গে পরিচিত হচ্ছিলেন না দর্শক, ছবিগুলিও যে খুব হিট হচ্ছিল এমনটা বলা চলে না। পাল্লা দিয়ে বাড়ছিল প্রতিযোগিতাও। একদিকে ঐশ্বর্যা রাই বচ্চন, অন্যদিকে রানি-প্রীতি। নাম-খ্যাতি যেন অধরাই রয়ে যাচ্ছিল তাঁর কাছে।

5 / 7
ঠিক এমনই সময়ে ২০০৫ সালে ব্যবসায়ী কিরণ সালাস্কারকে বিয়ে করে ফেলেন তিনি। একই সঙ্গে বিদায় জানিয়ে দেন শো-বিজকেও। বলিউডও তাঁকে ভুলে অচিরেই। আর তিনিও গ্ল্যামার জগতের মোহ কাটিয়ে হয়ে ওঠেন পাক্কা সংসারী। তবে শো-বিজকে বিদায় জানালেও তিনি আজও অর্থ উপার্জন করেন। বেছে নিয়েছেন স্বামীর বেকারির ব্যবসা। দেশের সবচেয়ে বড় বেকারি কান্ট্রি অফ অরিজিন। সন্দলি তার মালকিন।

ঠিক এমনই সময়ে ২০০৫ সালে ব্যবসায়ী কিরণ সালাস্কারকে বিয়ে করে ফেলেন তিনি। একই সঙ্গে বিদায় জানিয়ে দেন শো-বিজকেও। বলিউডও তাঁকে ভুলে অচিরেই। আর তিনিও গ্ল্যামার জগতের মোহ কাটিয়ে হয়ে ওঠেন পাক্কা সংসারী। তবে শো-বিজকে বিদায় জানালেও তিনি আজও অর্থ উপার্জন করেন। বেছে নিয়েছেন স্বামীর বেকারির ব্যবসা। দেশের সবচেয়ে বড় বেকারি কান্ট্রি অফ অরিজিন। সন্দলি তার মালকিন।

6 / 7
এ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি ব্যবসা। যদিও নিজের জীবনকে আড়ালেই রাখতে চান তিনি। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা সক্রিয় নন তিনি। ফিরতে চান না সিনেমাতেও। তিন সন্তান আর স্বামী নিয়ে নিজের জীবনে বেজায় খুশি তিনি।

এ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি ব্যবসা। যদিও নিজের জীবনকে আড়ালেই রাখতে চান তিনি। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা সক্রিয় নন তিনি। ফিরতে চান না সিনেমাতেও। তিন সন্তান আর স্বামী নিয়ে নিজের জীবনে বেজায় খুশি তিনি।

7 / 7
Follow Us:
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের