Bangla News » Photo gallery » Republic Day 2023: From Delhi to Mumbai, Hyderabad, How India Lighten up for Republic Day Celebration
Republic Day 2023: তেরঙ্গায় রঙিন রাজধানী, আলোয় সাজল বাণিজ্যনগরী থেকে নিজামের শহরও, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Updated on: Jan 26, 2023 | 7:05 AM
Republic Day Celebration: রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে গোটা রাইসিন হিলস।
Jan 26, 2023 | 7:05 AM
আজ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি। রাজধানী দিল্লি থেকে দেশের প্রতিটি রাজ্যেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
1 / 7
প্রজাতন্ত্র দিবসের আগের রাত থেকেই আলোকসজ্জায় সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। এক নজরে দেখে নেওয়া যাক কিছু ছবি।
2 / 7
আলোয় আলোয় রঙিন হয়ে উঠেছে বাণিজ্যনগরী মুম্বই। ছত্রপতি শিবাজি টার্মিনাসকে তিরঙ্গা আলোয় মুড়ে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে আলোর এই ছটা বাণিজ্যনগরীকে আরও মোহময়ী করে তুলেছে।