Roger Federer: প্রতিদ্বন্দ্বী হোক বা সতীর্থ, ফেডেরারের সাহায্যের হাত সব সময় চওড়া
লেভার কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে নিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। লেভার কাপের দ্বিতীয় দিন টিমের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুইস তারকা। লেভার কাপে পুরুষদের সিঙ্গলস ম্যাচের ব্রেকে কখনও নোভাককে দিলেন জল, তো বেরেত্তিনিকে দিলেন টিপস... ফেডেরার এমনই।