Jose Mourinho: কোচ মোরিনহোর মাইলস্টোন ম্যাচে জয় রোমার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2021 | 8:07 PM

কোচিং কেরিয়ারের হাজারতম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে গলা ফাটালেন রোমা (Roma) কোচ হোসে মোরিনহো (Jose Mourinho)। ম্যাচের আগে তিনিই বলেছিলেন, তাঁর কাছে এটা কোনো বিশেষ ম্যাচ নয়। কিন্তু ম্যাচের সময় পরিস্কার দেখা গেল উল্টো ছবি। উত্তেজিত মোরিনহোর দিকে টেলিভশন ক্যামেরা বার বার ফোকাসও করছিল। সিরি-আ-তে (Serie A) আজ সাসুউলোকে (Sassuolo) ২-১ গোলে হারাল রোমা। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষের রয়েছে মোরিনহোর রোমা।

1 / 4
কোচ হিসেবে ২১ বছরের লম্বা কেরিয়ারের এক হাজার ম্যাচে জয়ের দেখা পেলেন মোরিনিহো। (সৌজন্যে-টুইটার)

কোচ হিসেবে ২১ বছরের লম্বা কেরিয়ারের এক হাজার ম্যাচে জয়ের দেখা পেলেন মোরিনিহো। (সৌজন্যে-টুইটার)

2 / 4
গত মে মাসে রোমায় যোগ দিয়েছেন মোরিনহো। (সৌজন্যে-টুইটার)

গত মে মাসে রোমায় যোগ দিয়েছেন মোরিনহো। (সৌজন্যে-টুইটার)

3 / 4
মোরিনহোর মাইলস্টোন ম্যাচে সাসুউলোকে ২-১ গোলে হারিয়েছে রোমা। (সৌজন্যে-রোমা ফুটবল টুইটার)

মোরিনহোর মাইলস্টোন ম্যাচে সাসুউলোকে ২-১ গোলে হারিয়েছে রোমা। (সৌজন্যে-রোমা ফুটবল টুইটার)

4 / 4
সিরি-আ-তে সাসুউলোকে হারিয়ে এই মুহূর্তে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রোমা। (সৌজন্যে-রোমা ফুটবল টুইটার)

সিরি-আ-তে সাসুউলোকে হারিয়ে এই মুহূর্তে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রোমা। (সৌজন্যে-রোমা ফুটবল টুইটার)

Next Photo Gallery