Bold Rubina: নগ্ন শরীর ঢাকা কেবল একটিমাত্র গোলাপে, রুবিনার মায়াবী পোজ়ে বুঁদ নেটপাড়া
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 29, 2022 | 1:29 PM
Fashion: রুবিনা টেলি দুনিয়ায় এক জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক থেকে শুরু করে রিয়ালিটি শো-তে নজর কেড়েছেন অনবদ্য উপস্থাপনাতে। এবার ফ্যাশনে আনলেন চমক।
1 / 6
রুবিনা টেলি দুনিয়ায় এক জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক থেকে শুরু করে রিয়ালিটি শো-তে নজর কেড়েছেন অনবদ্য উপস্থাপনাতে।
2 / 6
নিজের লুক থেকে শুরু করে ফিটনেসে বরাবরই রুবিনার থাকে বিশেষ নজর। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি বরাবরই সক্রিয়। নজর কাড়লেন এবার বোল্ড পোজ়ে।
3 / 6
খোলামেলা শরীর ঢাকা রয়েছে কেবল একটি মাত্র গোলাপে। ছবি পোস্ট হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল। রুবিনাকে দেখা মাত্রই চোখ কপালে ভক্তদের।
4 / 6
সাহসী পোশাকে ছবি পোস্ট, নতুন কিছু নয়। ভাইরাল হওয়া খবরের মাঝে রুবিনার এই একাধিক পোড় ভক্তদের নজরের কেন্দ্রে। মাঝে মধ্যেই তিনি পছন্দ করেন ঘুরতে যেতে।
5 / 6
তাই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় সমুদ্র সৈকত থেকে শুরু করে ভ্যাকেশন ট্রিপের একাধিক ছবি সকলকে তাক লাগাচ্ছে। বিকিনিতে নজর কাড়া রুবিনার বোল্ড ফিগারের পেছনের রহস্যই তাঁর ডায়েট।
6 / 6
বর্তমানে সোশ্যাল স্টার রুবিনা জন্মদিন সেলিব্রেশন পার্টিতেই মত্ত। সদ্য পার্টি লুকে ছবিও শেয়ার করেছেন তিনি, সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইলার শুভেচ্ছাবার্তা।