Bangla NewsPhoto gallery Rubina Dilaik is making her sensual avatar on social media before going to Khatroon Ka Khiladi 12
Rubina Dilaik: দক্ষিণ আফ্রিকা তৈরি তো, রুবিনা আসছেন তাঁর রূপের আগুন নিয়ে!
Rubina Dilaik: বিগ বস ১৪ জেতার পর থেকেই রুবিনাকে নব অবতারে দেখছেন নেটিজ়েনরা। এর আগে তিনি ছিলেন ঘরোয়া মেয়ে, এখন হট ডিভা। তবে চ্যালেঞ্জ নিতে ভয় পান না। তিনি প্রথম টেলিভিশনে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেন শক্তি মেগা ধারাবাহিকে।