Rubina Dilaik: দক্ষিণ আফ্রিকা তৈরি তো, রুবিনা আসছেন তাঁর রূপের আগুন নিয়ে!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 11, 2022 | 2:36 PM

Rubina Dilaik: বিগ বস ১৪ জেতার পর থেকেই রুবিনাকে নব অবতারে দেখছেন নেটিজ়েনরা। এর আগে তিনি ছিলেন ঘরোয়া মেয়ে, এখন হট ডিভা। তবে চ্যালেঞ্জ নিতে ভয় পান না। তিনি প্রথম টেলিভিশনে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেন শক্তি মেগা ধারাবাহিকে।

1 / 6
রোহিত শেট্টির খতরোঁ কা খিলাড়ি ১২-তে যাওয়ার আগে  রুবীনা দিলাইকের নতুন কিছু ফটোশ্যুট যেন বলে দিচ্ছে তিনি এবার শোয়ের পারদ কতটা তুলতে চলেছেন।

রোহিত শেট্টির খতরোঁ কা খিলাড়ি ১২-তে যাওয়ার আগে রুবীনা দিলাইকের নতুন কিছু ফটোশ্যুট যেন বলে দিচ্ছে তিনি এবার শোয়ের পারদ কতটা তুলতে চলেছেন।

2 / 6
ইচ্ছেশক্তি, সাহস আর দৃঢ় মানসিকতা-এই তিনটির খুব প্রয়োজন রোহিতের শোতে যাওয়ার জন্য।

ইচ্ছেশক্তি, সাহস আর দৃঢ় মানসিকতা-এই তিনটির খুব প্রয়োজন রোহিতের শোতে যাওয়ার জন্য।

3 / 6
কোভিড-১৯ হওয়ার পর কিছুটা ওজন রেড়েছে রুবিনার। এর জন্য কথাও শুনতে হয়েছে। তবে তিনি এই বিষযগুলো পাত্তা দিতে নারাজ। বরং মনে করেন অভিনেতার চেহারা নয়, তাঁর কাজটাই আসল।

কোভিড-১৯ হওয়ার পর কিছুটা ওজন রেড়েছে রুবিনার। এর জন্য কথাও শুনতে হয়েছে। তবে তিনি এই বিষযগুলো পাত্তা দিতে নারাজ। বরং মনে করেন অভিনেতার চেহারা নয়, তাঁর কাজটাই আসল।

4 / 6
দৃঢ়তা তাঁর মধ্যে রয়েছেই। তিনিই প্রথম অভিনেত্রী যিনি শক্তি ধারাবাহিকে  প্রথমবার তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেন।

দৃঢ়তা তাঁর মধ্যে রয়েছেই। তিনিই প্রথম অভিনেত্রী যিনি শক্তি ধারাবাহিকে প্রথমবার তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেন।

5 / 6
বিগ বসের বাড়িতেও তিনি তাঁর সহ্য ক্ষমতা থেকে নিজের কথা প্রতিষ্ঠা করা, সবটাই সামলে অনুরাগীদের মন জয় করে জিতে বাড়ি থেকে বেরিয়েছেন।

বিগ বসের বাড়িতেও তিনি তাঁর সহ্য ক্ষমতা থেকে নিজের কথা প্রতিষ্ঠা করা, সবটাই সামলে অনুরাগীদের মন জয় করে জিতে বাড়ি থেকে বেরিয়েছেন।

6 / 6
তিনি রাজপাল যাদবের সঙ্গে বলিউডে ডেবিউ করছেন। সেই ছবির প্রথম লুকে গ্ল্যামার ডিভাকে দেখা যাবে একেবারে আটপৌরে লুকে।

তিনি রাজপাল যাদবের সঙ্গে বলিউডে ডেবিউ করছেন। সেই ছবির প্রথম লুকে গ্ল্যামার ডিভাকে দেখা যাবে একেবারে আটপৌরে লুকে।

Next Photo Gallery